শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে সরকারী অনুদান না পাওয়ায় ইউএনওর গাড়ী আটকিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

আবদুল ওহাব : [২] আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে একটি পূজা মন্দির কিমিটি সরকারী অনুদান না পাওয়ায় উপজেলা নির্বাহী কমর্কর্তার গাড়ী আটকিয়ে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এসময় তারা গাড়ীটি অবরুদ্ধ করে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ও সামনের মাটিতে শুয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বুধবার ২১ অক্টোবর উপজেলা পরিষদের সামনে এঘটনা ঘটে।

[৩] বিক্ষোভকারীরা জনান, শারদীয় দূর্গাপূজাকে আনন্দঘন করতে তারা প্রায় একমাস আগে ইউএনও বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু সকল পূজা কমিটি অনুদানটি পেলেও মানিকদীপা গ্রামের শ্রী রাধা গোবিন্দ দূর্গাপুজা কমিটিকে কোন অনুদান দেয়া হয়নি। এতে করে হিন্দু ধর্মালম্বীরা বিক্ষোভে ফেটে পরে এবং ইউএনওর গাড়ী আটকিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় ইউএনও তাদেরকে কোন আশ্বাস না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে ধরলে উত্তেজিত সনাতন ধর্মাবলম্বীরা তার গাড়ীর সামনে শুয়ে পড়ে।

[৪] এদিকে অনুদান না পাওয়ার কারন ও ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মর্কর্তা মাহমুদা পারভীন বলেন, পূজা উদযাপন কমিটির তালিকা অনুযায়ী উপজেলায় ৫৩ টি পুজা মন্ডপ কমিটিকে সরকারী অনুদান দেয়া হয়েছে। তাদের তালিকায় রাধা গোবিন্দ মন্দিরের পূজা কমিটির নাম কেন বাদ পড়েছে সেটা আমার জানা নেই।
তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

[৫] এবিষয়ে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন বলেন, মানিকদীপা গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ইউনওর গাড়ীর সামনে দূর্গাপূজার অনুদানের দাবীতে বিক্ষোভ করছে, এমন সংবাদে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে যত সম্ভব বিষয়টির সমাধান হয়ে যাবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়