শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসে পালিয়ে থাকা আলোচিত সেই ইউপি সদস্য হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলোচিত পত্তন ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সাগর চাঁন ওরফে চাঁন সাগর ওরফে চাঁন মিয়া হত্যা মামলার চার্জশিট ভুক্ত প্রধান আসামী। পত্তন ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে সাগর চাঁন। দীর্ঘদিন আড়াই বছর যাবত তিনি কুয়েতে প্রবাসে আছেন। প্রবাসে থাকায় তিনি ইউনিয়ন পরিষদের নিয়ম ভেঙে ২৭টি সভায় অনুপস্থিত থেকেছেন। এই বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে জানালেও তিনি স্বপদে বহাল রয়েছেন।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ এপ্রিল পত্তন ইউনিয়নের আতকাপাড়ার বাচ্চু মিয়ার ছেলে সারো মিয়া ওরফে সারোয়ার মিয়াকে হত্যা করা হয়। এই ঘটনায় ২৭ এপ্রিল নিহত সারোয়ারের পিতা বাচ্চু মিয়া বাদি হয়ে ৩০জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০/২৫জনকে আসামী করে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা স্থানীয় ইউপির ২নং ওয়ার্ড সদস্য সাগর চাঁন ওরফে চাঁন সাগর ওরফে চাঁন মিয়াকে ১৩নং আসামী করা হয়। হত্যা মামলা দায়েরের কয়েক মাস পর ইউপি সদস্য সাগর চাঁন কুয়েতে চলে যান। কুয়েত চলে গেলেও এই হত্যা মামলা নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করেন সাগর চাঁন। তবে সফল হতে পারেননি। মামলার তদন্তে সারোয়ার হত্যা মামলা সাগর চাঁনকে অন্যতম আসামী করে সিআইডি। তাই গ্রেফতারের ভয়ে দেশে ফিরতে পারছেনা ইউপি সদস্য সাগর চাঁন।

[৪] নিহত সারোয়ারের মা রোকেয়া বেগম বলেন, হত্যা মামলায় তৎকালীন পুলিশ চার্জশিট থেকে সাগর চানের নাম বাদ দিয়েছিল। কিন্তু সিআইডির তদন্তে তাকে দোষী পায়। আদালতে সাগর চাঁনকে ২নং আসামি করে চার্জশিট দিয়েছে সিআইডি।

[৫] এই বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামলার ঘটনা ও চার্জশিট আমি এই থানায় যোগদানের আগের। মামলাটি বিচারাধীন রয়েছে।

[৬] এই বিষয়ে কুয়েতে পালিয়ে থাকা ইউপি সদস্য সাগর চানের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়