শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ শতাংশ শুন্য পদ নিয়ে ধুঁকছে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

মামুন-অর-রশিদ: [২] বরিশাল বিভাগের ৬ জেলা ও ৪২ উপজেলায় ৫২২টি পদের বিপরীতে ২২১টি পদই শূন্য রয়েছে। ফলে কর্মরত ৩০১ জনের মধ্যে বেশিরভাগকেই হিমশিম খেতে হচ্ছে তাদের কর্ম সামলাতে।

[৩] বিভাগের ৪২ উপজেলায় ৪২ জন উপজেলা প্রাণিসম্পদ অফিসার থাকার কথা থাকলেও কর্মরত আছে মাত্র ১৭ জন, ৪২ জন ভেটেরিনারি সার্জনের স্থলে রয়েছে মাত্র ২৩ জন, ভেটেরিনারি ভিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) পদে ১১৮ পদের অনুকূলে কর্মরত আছেন ৯৩ জন । ৬ জেলায় ৬ জন ক্যাশিয়ার কর্মরত থাকার কথা থাকলেও রয়েছে ২ জন। এছাড়া বিভাগের ৪২ উপজেলায় ৪২ জন উপসহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সম্প্রসারণ (ইউএলএ) কর্মরত থাকার কথা থাকলেও আছে মাত্র ৪ জন এবং ৪২ জন উপসহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাণিস্বাস্থ্য (মিশ্রকী) কর্মরত থাকার কথা থাকলেও আছে মাত্র ২২ জন। তাছাড়া ক্যাশিয়ার পদে ৪ জন, ইউ এল এ ৩৮ জন, মিশ্রকী ২০ জন এবং এফ এ (এ আই) পদে ২৯ জন এর পদই খালি রয়েছে বর্তমানে।

[৪] বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার বলেন, আশা করি অতি দ্রুত এ সমস্যার সমাধান হবে। তবে বর্তমানে আমাদের বিভিন্ন প্রজেক্ট চলমান রয়েছে, সেসব প্রজেক্টে কর্মরত কর্মীদের মাধ্যমে আমারা আপাতত সেবা দিচ্ছি। ফলে লোকবল সংকট থাকলেও আমাদের বড় কোনো সমস্যার সম্মুখীন আপাতত হতে হচ্ছে না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়