শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সন্ধ্যা আরতির পর বন্ধ থাকবে পূজা মন্ডপ

সুজন কৈরী : করোনা মহামারির কারণে সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা আরতির পর পূজামণ্ডপ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। এছাড়া প্রতি মণ্ডপ থেকে আয়োজকদের নিজ নিজ দায়িত্বে ঘাটে নিয়ে প্রতিমা বিসর্জন দেয়ার আহ্বানও জানানো হয়েছে।

বুধবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।

এ সময় জানানো হয়, চলতি বছর মায়ের আগমন ঘটবে দোলায় এবং গমন হবে গজে। শারদীয় দুর্গাপূজা ২১ অক্টোবর শুরু হবে অকালবোধনের মাধ্যমে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং ২৬ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী করোনা মুক্তির জন্য মহা সপ্তমীর দিন ১২টা এক মিনিটে মায়ের কাছে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা আরতির পর দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপ বন্ধ থাকবে। তবে পূজারীসহ সংশ্লিষ্টরা মন্ডপে থাকতে পারবেন। এছাড়া প্রতি মণ্ডপ থেকে আয়োজকদের নিজ নিজ দায়িত্বে বিসর্জনের জন্য প্রতিমা ঘাটে নিয়ে যেতে হবে।

সভায় মহামারি করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সাত দফা নির্দেশনা যথাযথভাবে পালন করে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনার আলোকে ২২ দফা নির্দেশিকা দেয়া হয়। এর মধ্যে ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে ভাবগাম্ভীর্য বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা করা, মন্দির কর্তৃপক্ষ ও দর্শনার্থীদের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা, মন্দিরের প্রবেশদ্বারে সবার জন্য সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটেশনের ব্যবস্থা করা, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা এ বছরের জন্য পরিহার করা, সন্ধ্যা আরতির পর দর্শনার্থী প্রবেশ নিরুৎসাহিত করা এবং আতশবাজি ও পটকা ব্যবহার থেকে বিরত থাকা অন্যতম।

সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম-অধিকার ও সম-মর্যাদা এবং জাতীয় ঐতিহ্য রক্ষায় কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর এই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব ভবনে জাতীয় উৎসবের আঙ্গিকে দুর্গাপূজার পাঁচদিন আলোকসজ্জার ব্যবস্থা করা, প্রত্যেক পূজামণ্ডপ ও পূজামণ্ডপগামী সড়কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন করার দাবি অন্যতম।

সভায় জানানো হয়, চলতি বছর সারাদেশে তিন হাজার ২১৩টি পূজামণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গতবারের তুলনায় এবার এক হাজার ১৮৫টি কম। এছাড়া ঢাকা মহানগরে এবার মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ২৩২টি। যা গত বছর ছিল ২৩৮টি।

চলতি বছর দুর্গা পূজায় যার যার অবস্থানে থেকে ঘরে বসেই সবাই যেন মায়ের পূজা অর্চনা ও আরাধনা করতে পারে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে মহানগর কেন্দ্রীয় পূজামণ্ডপে সপ্তমী, অষ্টমী, নবমী পূজার দিন সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করবে কয়েকটি টেলিভিশন চ্যানেল। একই সময় মহানগর সার্বজনীন পূজা কমিটি ‘শ্রী শ্রী ঢাকেরশ্বরী জাতীয় মন্দির’ ফেসবুক পেজ থেকেও মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করা হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডলসহ কমিটির অন্য নেতৃত্বস্থানীয়রা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়