শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় গৃহবধূর ধর্ষণকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার হাতীবান্ধায় ৩ সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন হৃদয়কে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

[৩] বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ডাকালিবান্দা বাজারে হাতীবান্ধা-দইখাওয়া সড়কে ঘন্টা ব্যাপী এ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২ শতাধিক যুবক-যুবতী ও নারী-পুরুষ অংশগ্রহন করেন।

[৪] উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন টংভাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুর ইসলাম। তিনি বলেন, হৃদয় ওই গৃহবধূর ঘরে ঢুকে জোড় পূর্বক ধর্ষন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি। তাই প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি ধর্ষনকারী হৃদয়কে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

[৫] ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়রা আপোষ মিমাংষার জন্য চাপ দিচ্ছে। এছাড়া বিভিন্নভাবে আমাকে ও পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে।

[৬] এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় মামলাটি আজ নতি ভুক্ত করা হয়েছে। এছাড়া হৃদয় পলাতক থাকায় তাকে খুজে পাওয়া যাচ্ছেনা। তবে খুব দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

[৭] উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে উপজেলার পশ্চিম বেজগ্রামে ওই গৃহবধুর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন করে হৃদয়। এ ঘটনায় গত ১৬ অক্টোবর রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়