শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইজেরিয়ার লাগোসে পুলিশি নির্মমতার বিরুদ্ধে চলমান বিক্ষোভে গুলি, বিক্ষোভকারী নিহত

আসিফুজ্জামান পৃথিল: [২] বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী গুলি করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। এরপরেই কর্তৃপক্ষ কারফিউ জারি করে তদন্ত করার আশ্বাস দিয়েছে। বেশ কিছুদিন ধরেই নাইজেরিয়ায় পুলিশি নির্মমতার বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে রয়েছে। সিএনএন

[৩] ৪ প্রত্যক্ষদর্শী চানান, নাইজেরিয়ার বৃহত্তম শহরটির লেক্কি এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ে নিরাপত্তা বাহিনীর সতস্যরা। এর আগেই হুট করে কারফিউ ঘোষণা করা হয়। এসময় বিক্ষোভকারীরা মাটিতে বসে ছিলেন। আল জাজিরা

[৪] একজন নিরাপত্তা কর্মকর্তা আলফ্রেড অনোনুগবো বলেন, ‘তারা ভীড়কে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। আমি দেখেছি এক কি দুইজন গুলিতে আহত হয়েছেন। হয়তো তারা মারাও গেছেন। একজন ফটোগ্রাফার ইনইয়েন আকপান জানান, ২০ জন সৈনিকের একটি দল লেক্কি এলাকার গেটের কাছে আসে এবং বিনা উসকানিতেই গুলি চালায়। তিনি দুজন ব্যক্তিকে গুলিবিদ্ধ হতে দেখেছেন। আরেকজন স্বাক্ষী জানান, তিনি সেনাসদস্যদের বেশ কিছু লাশ সরাতে দেখেছেন। রয়টার্স

[৫] এক টুইট বার্তায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘আমরা লাগোসের লেক্কি টোল গেটে গুলি করার প্রমাণ পেয়েছি। হত্যার প্রমাণও আমাদের কাছে আছে। আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছি। এটার মাধ্যমে নাইজেরিয়ান কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন ভেঙেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়