শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগম খালেদা জিয়া অবশ্যই গৃহবন্দী : -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাদ্দাম হো‌সেন: [২] শারদীয় দুর্গোৎসবে দেশের সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা এবং সরকারের দৈত্য নীতির কারণে ধনীরা আরও ধনী হচ্ছে, গরিব মানুষ আরও গরিব হচ্ছে। শ্রমজীবি মানুষের আয় কমে যাওয়ায় তারা দু:খ কষ্টে দিন অতিবাহিত করছে ।

[৩] বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কা‌লে সাংবাদিকদের এসব কথা বলেন বিএন‌পির মহাস‌চিব ফখরুল । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, দপ্তর সম্পাদক মামুন উর রশিদ প্রমুখ।

[৪] ফখরুল আরও বলেন, দেশ-বিদেশের পত্র-পত্রিকায় মার্কিন যুক্ত রাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের বাস্তব চিত্র ফুটে উঠেছে । দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এই সরকার । মানুষ তার নূন্যতম মৌলিক অধিকার পাচ্ছে না । আইসিটি বা তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে কন্ঠরোধ করা হচ্ছে । সাংবাদিক কাজল এ কারণে মুক্ত হতে পারছেন না । সংবাদ মাধ্যম গুলোতে সরকার সেন্সরশীপ জারি করে সবকিছু নিয়ন্ত্রণ করছে । ফলে মুক্ত সাংবাদিকতা বলে কিছু নেই । তিনি ইহুদি নিধনের ইতিহাস তুলে ধরেন বলেন হিটলার ইহুদিদের ধরে নিয়ে যখন হত্যা করছিল তখন কমিউস্টিরা বলে উঠে এতো ইহুদিদের হত্যা করা হচ্ছে । কমিউনিস্টদের যখন হত্যা করা হচিছল তখন সাংবাদিকরা বলছিল এবার কমিউনিস্টদের হত্যা করা হচ্ছে । এরপর যখন সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করছিল হিটলার । তখন সাধারণ মানুষের পক্ষে কথার আর কেউ ছিল না । বতর্মান এই অবস্থার দিকে এগুচ্ছে দেশ । প্রতিবাদ করলে সরকারের সন্ত্রাসীরা হামলা করছে। সরকার গুন্ডা পালছে নিজেদের অস্তিত টিকিয়ে রাখতে ।

[৫] ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন এটা সরকারে দায়িত্ব । তত্বাবধায়ক সরকারের নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে ভোটারে যেতে উদ্ধুদ্ধ করেন । ভোট কেন্দ্রে ভোট দিয়ে জনগণ নিরাপদে বাড়ি ফিরতে পারেন তার পাহাড়ার ব্যবস্থা করেন । কিন্তু আওয়ামীলীগ সরকার তার উল্টোটা করছেন । ভয়ভীতি প্রদর্শন করে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে প্রহসণের নিবার্চনের আয়োজন করছে তারা । বুধবারে অনুষ্ঠিত নিবার্চনের আবারও সেই দৃশ্য দেখেছে দেশের মানুষ । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়