শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবুগঞ্জে ইলিশের জালে পাঙ্গাস!

সাইফুল ইসলাম: [২] বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে অসাধু জেলেদের ফেলা জালে এবার ধরা পড়ল বিশাল আকৃতির একটি পাঙ্গাস। মা ইলিশ রক্ষায় মঙ্গলবার দিনভর অভিযানে বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ নদীতে প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান অভিযানে ৩ জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের জেল দেওয়া হয়। অভিযানে জব্দ করা হয় প্রায় দের লাখ মিটার কারেন্ট জাল এসময় ৩০ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।

[৩] এদিকে অভিযানের দিনের শেষে বাবুগঞ্জের সন্ধ্যা নদীর কাশীগঞ্জ এলাকায় অতিক্রমকালে অবৈধ্য ভাবে অসাধু জেলেদের ফেলা জালের সন্ধান পেলে তা টেনে তুলেন মৎস্য অভিযানে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবক জেলে মোঃ আনোয়ার হোসেন। জাল টানার সময় জালে বড় ধরণের কোন মাছের অস্তিত্বের সন্ধান পান অভিযানে অংশগ্রহনকারী জেলেরা। পরে জাল উপরে টেনে তুলতেই দেখতে পান প্রায় ১০ কেজি ওজনের বিশাল সাইজের একটি পাঙ্গাস মাছ। পরে জব্দকৃত জালসহ মাছ নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামানের নেতৃত্বে নদীর তীরে আসেন।

[৪] এসময় ইলিশের জালে পাঙ্গাস উদ্ধারে খরব এলাকায় ছরিয়ে পড়লে উৎসুক জনতা মাছটি একনজর দেখার জন্য নদীর তীরে ভীর জমায়। পরে উদ্ধারকৃত পাঙ্গাস মাছটি বাবুগঞ্জের মাধবপাশার পাংশা বায়তুল আমিন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করেন।

[৫] এতিমখানার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন, পাঙ্গাস উদ্ধারের সংবাদ উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে পেয়ে এসেছি। এতিমদের জন্য মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামানের এ মহানুভবতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[৬] মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জাম বলেন, ইলিশ মাছের জালে সচারচার পাঙ্গাস পাওয়ার ঘটনা তেমন ঘটেনা। মঙ্গলবার সন্ধ্যায় বাবুগঞ্জের নদী থেকে ইলিশের সাথে পাঙ্গাস মাছটি উদ্ধার করে বাবুগঞ্জের মাধবপাশার পাংশা বায়তুল আমিন এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়