শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে এপেক্স টায়ার কারখানায় আগুন, দুঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁওয়ে টায়ার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই কেউ কিছু বলতে পারছেন না। সময় টিভি, একাত্তর টিভি, বাংলা ট্রিবিউন

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন জানান, রাত ৩টা ১০ মিনিটে আমরা আগুনের বিষয়ে খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে পৌঁছায়। পরে আরও সাতটি ইউনিট যোগ হয়। এখন পর্যন্ত ১২টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের বেগ বুঝে প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও ধারণা করা যাচ্ছে না।’

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বলেন, 'তেজগাঁওয়ে অগ্নিকাণ্ড ঘটেছে টায়ার কারখানা ও এপেক্স কারখানায়। তবে আগুনের সূত্রপাত হয়েছে টায়ার কারখানা থেকে।'

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখন পর্যন্ত ধারণা করছেন, বয়লার বিস্ফোরণে মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়