শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকা-ধানের শীষকে হারিয়ে ইউপি চেয়ারম্যান পদে জয়ী স্বতন্ত্র নারী প্রার্থী

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের সাত উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে হয়ে গেল উপ-নির্বাচন। আর এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর সবার দৃষ্টি এখন ফুলবাড়িয়া উপজেলার চার নং বালিয়া ইউনিয়ন পরিষদের ভোটের ফলাফলের দিকে। কারণ এই একটি মাত্র ইউনিয়ন যেখানে আওয়ামী লীগ ও বিএনপির মত বড় দুই দলের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন এক স্বতন্ত্র নারী প্রার্থী।

চেয়ারম্যান পদে শামীমা খাতুন আনারস প্রতীক নিয়ে ৮ হাজার ৫০ ভোট নিয়ে জয়ী হয়েছেন। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিজানুর রহমান। তিনি পেয়েছেন ৪ হাজার ৩৯২ ভোট। উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল এই ফলাফল ঘোষণার পর শামীমা খাতুনের পরিবার ও অনুসারীদের মধ্যে উৎসবের আমেজ দেখা মেলে। ওই ইউনিয়নে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিল ২৭ হাজার ৪০৪ জন। ভোট কেন্দ্র ছিল ১০টি।

জানা যায়, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উজ্জামান সরকার করোনা আক্রান্ত হয়ে মারা যান। পরে চেয়ারম্যানের আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। মৃত চেয়ারম্যানের সহ-ধর্মীনী শামীমা খাতুন স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে প্রায় অর্ধেক ভোট বেশি পেয়ে তিনি এখন শপথের অপেক্ষায়।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়