শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে নদী থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

খাদেমুল মোরসালিন: [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা বড়বালা এলাকার ফসলী জমি ও নদীর খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে করেছে এলাকাবাসী।

[৩] সোমবার (২০ অষ্টোবর) দুপুরে যমুনেশ্বরী নদীর তীরে শত শত নারী পুরুষ ও শিশুরা মানববন্ধনে অংশ নিয়ে বালু উত্তোলন বন্ধের জোর দাবী জানান। তাদের দাবী সরকার নদী খননের পর নদীতে যে গভীরতার সৃষ্টি হয়েছে তাতে নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে কয়েক একর আবাদী জমি। এই নদী থেকে আবার বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে কয়েকটি বসতবাড়ী হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসীর দাবী।

[৪] এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার’র কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। নদীর তীরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- দুলু মিয়া, গোলাম মোস্তফা, আশরাফ আলী, আলতাব হোসেন, আমিন উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ইতিমধ্য কয়েকদফা বন্যায় শত, শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

[৫] বন্যার ক্ষত কাটিয়ে আবারো একটি বালু খেকো মহল বোমা মেশিনের মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে নদীর গভীরতা সৃষ্টি করে নদীর তীরে যেটুকু জমি আছে সেটুকু অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

[৬] এসময় এলাকাবাসী অনতিবিলম্বে বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়