শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে বেশি বেতন পান বিশ্বের যে ১০ প্রধানমন্ত্রী

সাজিয়া আক্তার : বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া শীর্ষ দশ সরকারপ্রধানের তালিকায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের নামও নেই। অন্যদিকে বার্ষিক বেতন কম হওয়ার কারণে পদত্যাগ করার কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তালিকাটির বেশিরভাগ দেশই উন্নত অর্থনীতির হলেও, সরকার প্রধানের বেতন দেশগুলোর মাথাপিছু জিডিপির তুলনায় বহুগুণ বেশি।সর্বাধিক বেতনপ্রাপ্ত বিশ্বের শীর্ষ দশ রাষ্ট্রপ্রধানের তালিকা তুলে ধরা হলো। তালিকাটি তৈরি করেছে মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে।

লি সিয়েন লুং

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের বার্ষিক বেতন ১৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬২ লক্ষ টাকা। তার বেতন সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপির চেয়ে ২০ গুণ বেশি। দেশটির মাথাপিছু জিডিপি ৮৬,৮১০ ডলার। তার আয় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়েও ১২ গুণ বেশি।

ক্যারি লাম

হংকং সরকারের প্রধান নির্বাহী ক্যারি লামের বার্ষিক বেতন ৫ লাখ ৬৮ হাজার ৪০০ মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৮০ লক্ষ ৯১ হাজার টাকা)। হংকংয়ের মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ০৮১ ডলার।

সিমোনেত্তা সোমারুগা

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সিমোনেত্তা সোমারুগার বার্ষিক বেতন ৪ লাখ ৮২ হাজার ৯৫৮ ডলার (প্রায় ৪ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকা)। দেশটির মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ৪৭৩ ডলার।

ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বেতন ৪ লাখ ডলার (প্রায় ৩ কোটি ৩৮ লক্ষ ৪৩ হাজার টাকা)। তার বেতন দেশটির মাথাপিছু জিডিপির ৭ গুণ। যুক্তরাষ্ট্রের মাথাপিছু জিডিপি ৫৪ হাজার ৪৪০ ডলার।

স্কট মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বার্ষিক বেতন ৩ লাখ ৭৮ হাজার ৪১৫ ডলার (প্রায় ৩ কোটি ২০ লক্ষ ১৭ হাজার টাকা)। তার বেতন দেশটির জনগণের গড় আয়ের ৭ গুণ। অস্ট্রেলিয়ার মাথাপিছু জিডিপি ৪৬ হাজার ৫৫৪ ডলার।

অ্যাঙ্গেলা মার্কেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বার্ষিক বেতন ৩ লাখ ৬৯ হাজার ৭২৭ ডলার (প্রায় ৩ কোটি ১২ লক্ষ ৮২ হাজার টাকা)। তার বেতন দেশটির জনগণের গড় আয়ের ৮ গুণ। জার্মানির মাথাপিছু জিডিপি ৪৬ হাজার ৭১৯ ডলার।

জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বার্ষিক বেতন ৩ লাখ ৩৯ হাজার ৮৬২ ডলার (প্রায় ২ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টাকা)। দেশটির মাথাপিছু জিডিপি ৩৫,২৪৪ ডলার। ২০২০ সালের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জেসিন্ডা।

মোহাম্মদ ওলিদ আল গাজভা

আফ্রিকা মহাদেশের রাষ্ট্র মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলিদ আল গাজভার বার্ষিক বেতন ৩ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২ কোটি ৭৯ লক্ষ ৮৪ হাজার টাকা)। দেশটির মাথাপিছু জিডিপি ৩ হাজার ৬৫৫ ডলার। চীনের জিডিপি মৌরিতানিয়ার চেয়ে ২৪০০ গুণ বেশি, তবে দেশটির প্রেসিডেন্টের এক মাসের বেতন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর এক বছরের বেতনের কাছাকাছি।

সেবাস্তিয়ান কার্জ

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জের বার্ষিক বেতন ৩ লাখ ২৮ হাজার ৫৮৪ ডলার (প্রায় ২ কোটি ৭৮ লক্ষ ৬৪ হাজার টাকা)। ৩৪ বছর বয়সী সেবাস্তিয়ান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান। তার বার্ষিক আয় দেশটির জনগণের গড় আয়ের ৬ গুণ। দেশটির মাথাপিছু জিডিপি ৪৫ হাজার ৪৭৮ ডলার।

জাভিয়ের বেটেল

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেলের বার্ষিক বেতন ২ লাখ ৭৮ হাজার ৩৫ ডলার (প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ৭৭ হাজার টাকা)। সরকার প্রধানের সর্বাধিক বেতনের দেশগুলোর মধ্যে লুক্সেমবার্গ সবচেয়ে ছোট দেশ। দেশটির জনসংখ্যা ৬ লক্ষেরও কম। দেশটির মাথাপিছু জিডিপি ৯৩ হাজার ৮৯১ ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়