শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়িতে মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

এমদাদ খান: [২] খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মা কুলসুম বেগম (৯৭)-কে পিটিয়ে হত্যা করলো মো. মিজানুর রহমান প্রকাশ কালার বাপ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালের দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দেব মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] এঘটনায় মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমান প্রকাশ কালার বাপ (৪০)- কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

[৪] মাদকাসক্ত মো. মিজানুর রহমান প্রকাশ কালার বাপ মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেব মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা মো. সাফায়েতুল্লাহর ছেলে।

[৫] পুলিশ ও এলাকাবাসী জানা গেছে, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দেব মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানকে প্রকাশ কালার বাপ (৪০) দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। ঘটনার দিন মঙ্গলবার বিকালের দিকে মদ্যপ অবস্থায় ছেলে মিজানুর রহমান তার মা কুলছুম বেগমের (৯৭) কাছে নেশা করার জন্য এক হাজার টাকা চায়। এসময় তিনি মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকার করেন।

[৬] এক পর্যায়ে মো. মিজানুর রহমানকে প্রকাশ কালার বাপ (৪০) ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধ মাকে লাঠি দিয়ে এলাপাথারী পেটায় ও কিলঘুষি মারে। একপর্যায়ে বৃদ্ধাকে কোলে তুলে আচাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বৃদ্ধার হাত ও পা ভেঙ্গে যায়। এসময় তাকে রক্ষায় বৃদ্ধ বাবা এগিয়ে এলে বাবাকেও মারধর করে মাদকাসক্ত ওই যুবক। পরে গুরতর অহতাবস্তায় বৃদ্ধা কুলসুম বেগকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়।

[৭] ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়