শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনজীবীকে ভুয়া মামলায় সাজা দেওয়ার অভিযোগ

নূর মোহাম্মদ: [২] জালিয়াত চক্রের দেওয়া ভূয়া মামলায় সাজাপ্রাপ্ত হয়ে স্বর্বস্ব হারিয়েছে এমন দাবি করে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী অ্যাডভোকেট মফিজুলের পক্ষে মঙ্গলবার ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন।

[৩] লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, একটি অসাধু চক্র নিরীহ মানুষকে হয়রানির মাধ্যমে অবৈধভাবে কোটি টাকার মালিক হচ্ছে। খুলনার নারী শিশু আদালতের পেশকার ওই চক্রের সঙ্গে জড়িত। জালিয়াতির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে ওই পেশকার খুলনা শহরে তিনটি বাড়ী, নামে বেনামে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন বলে দাবি করেন আনোয়ার।

[৪] আইনজীবী আনোয়ার হোসেন বলেন, তার মক্কেল মফিজুল ইসলাম ২০০৮ সালের ১১ ডিসেম্বর বিয়ে করেন। তবে ১২ ডিসেম্বর নববধূসহ বাড়ীতে গেলে একই গ্রামের মনিরুজ্জামান মনু গং, এবং বাবুরাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর কন্যা রাবেয়া পারভীন তার বাড়িতে গিয়ে রাবেয়াকে তার স্ত্রী বলে দাবি করে। ওই ঘটনায় সম্মান হানির অভিযোগে মনু গংদের বিরুদ্ধে মামলাও করেন মফিজুল।

[৫] তবে আসামিরা জাল কাবিননামা সৃষ্টি করে ২৩ ডিসেম্বর খুলনা সিএমএম কোর্টে যৌতুক মামলা করে। ওই মামলা গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়ে ভুয়া ওয়ারেন্ট ও জালিয়াতির ঘটনায় মামলা করলে আসামিরাও কারাবরন করে। এরপর মামলায় উল্লেখিত কাজীর ঠিকানায় গিয়ে জানা যায় নিকাহনামা সম্পাদনকারী কাজী ভুয়া। তারপরও পরবর্তীতে যৌতুক মামলায় মফিজুলকে আদালত সাজা দেন বলে জানান আনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়