শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ড. ফাউচি ও গণমাধ্যমকে ক্রিমিনাল বলে অভিহিত করলেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] ফাউচি বললেন, এসব বিদ্ধংসী কথাকে গুরুত্ব না দিয়ে জির কাজ করে যেতে চান

[৩] শুধু ক্রিমিনাল বা অপরাধী নয়, যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রামক বিশেষজ্ঞকে নির্বোধও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের নির্বাচনী দলের সভায় এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি পাশে থাকা গণমাধ্যমকর্মীদের দিকে তাকিয়েও তিনি বলেন, তোমরাও ক্রিমিনাল। এর জবাব, মারিও পুজোর বিখ্যাত উপন্যাস গডফাদারের একটি উক্তি ব্যবহার করে দিয়েছেন অ্যান্টোনিয় ফাউচি। ফক্স

[৪] করোনা মহামারি নিয়ন্ত্রণ ইস্যুতে শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আসছেন হোয়াইট হাউজের এই করোনা উপদেষ্টা। সম্প্রতি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ফাউচির একটি ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়। এ নিয়েও বিরক্ত ছিলেন ফাউচি। ফাউচি বলেন, ‘আমি প্রায় ৫০ বছর ধরে সরকারি চাকরি করছি কিন্তু আমি প্রকাশ্যে কখনও কোনও রাজনৈতিক প্রার্থীকে সমর্থন করিনি।’ সিবিএস

[৫] প্রচারণা দলের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘করোনা নিয়ে মানুষ এখন ক্লান্ত। মানুষ বলছে যে যাই হয়েছে এখন আমাদেরকে একা ছেড়ে দাও। তারা ফাউচির কথা শুনে ক্লান্ত । সে একজন নির্বোধ।’ বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন যে, যুক্তরাষ্ট্র সরকার যদি ফাউচির কথা অনুযায়ী কাজ করতো তাহলে ৭ থেকে ৮ লাখ মানুষের মৃত্যু হতো। এনবিসি

[৬] এদিকে একটি মার্কিন রেডিওকে স্বাক্ষাৎকার দিতে গিয়ে ফাউচি জানিয়েছেন, তার এসব আজেবাজে মন্তব্য শোনার সময় নেই। তিনি নিজের কাজ করে যেতেই বেশি আগ্রহী। গডফাদারের উক্তি ব্যবহার করে তিনি বলেন, ‘আপনি এটা ব্যক্তিগতভাবে নেবেন কিনা তা আপনার উপরই নির্ভর করে। আমার মনোযোগ শুধুমাত্র এই দেশের মানুষের স্বাস্থ্য আর ভালো নিয়ে। আমি আমার ৫০ বছরের ক্যারিয়ারে শুধু এটা নিয়েই মনোনিবেশ করেছি।’ কেএনএক্স

[৭] ‘আমি শুধু এই কাজকেই গুরুত্ব দেই। এটা অনেকটা গডফাদারের সেই কথাটির মতো, ব্যক্তিগত বলে কিছুই নেই। সবই কাজের অংশ। আমার কাজ দেশের মানুষের প্রতি খেয়াল রাখা। আমি সেটাই করে যেতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়