শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও শ্রেষ্ঠ হলো ডিএমপির গুলশান বিভাগ

সুজন কৈরী: [২] ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আবারও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে ডিএমপির গুলশান বিভাগ, শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা লালবাগ বিভাগ ও শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেব নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ।

[৩] এছাড়াও ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৮৭ জনকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গত রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এবারের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক অপারেশন ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ভাটারা থানার গোলাম ফারুক।

[৪] পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় গুলশান বিভাগ প্রথম স্থান অধিকার করে। সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ অপরাধ বিভাগ হিসেবে নির্বাচিত হয় একই বিভাগ। অনন্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ গুলশান বিভাগের বিভিন্ন পর্যায়ের ১৪ জন কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। একটি ক্রাইম ডিভিশন থেকে এ ধরণের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি সম্ভব হয়েছে শুধুমাত্র টীম গুলশানের সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে। নাগরিকদের অংশগ্রহণে অপরাধ নির্মূলের মাধ্যমে সুদৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তুলতে টীম গুলশান অংগীকার বদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়