শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় প্রেসক্লাবকে গণতান্ত্রিক ধারা রাখতে সাংবাদিকদের ঐক্য প্রয়োজন

সমীরণ রায় : [২] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় প্রেসক্লাবের ৬৬ বছর ও বাংলাদেশের সাংবাদিকতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন, নানা মত থাকতে পারে। নানা পথ হতে পারে। জাতীয় প্রেস ক্লাবে যেমন গণতান্ত্রিক স্রোতধারা বয়ে ছিল জাতির নানা ক্লান্তিকালে, সে ধারা রক্ষা করতে হবে। এখান থেকেই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রামের দিক-নির্দেশনা এসেছে। তাই নানা মত ভুলে পেশাগত দায়িত্বের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

[৩] প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, প্রেসক্লাব মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার প্রতীক। ক্লাবের ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে হবে। প্রেসক্লাবের নতুন বিল্ডিংয়ের জন্য কাজ শুরু করেছি মাত্র। এরই মধ্যে জমির দলিল নিয়ে জটিলতা তৈরি হয়। তবে ১৫ দিন আগে দলিল হাতে পেয়েছি, বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স হবে।

[৪] বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, দেশের সাংবাদিকরা এত ধনী, টাকার মালিক যা ইউরোপ-আমেরিকাতেও নেই। আবার দেশের সাংবাদিকরা এত অসহায়, অর্থ সংকটে থাকেন যা আফ্রিকার কোনো দেশে নেই। এসবের কারণ নেতৃত্বের লোভ রয়েছে। কেন এত দলে বিভক্ত। বিভক্তের কারণে মালিকপক্ষকে চাপ দিতে পারি না।

[৫] জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাবে নারী-পুরুষে কোনো ভেদাভেদ নেই। তবে স্বাধীনতা সার্বভৌমত্ব বিষয় নিয়ে কোনো দিন আপস করতেও চাই না।

[৬] অনুষ্ঠানের শুরুতে প্রবন্ধ পাঠ করেন সিনিয়র সাংবাদিক হারুণ হাবিব ও আমানুল্লাহ। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত্বের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এহসানুল করিম হেলাল প্রমুখ।

[৭] এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতারা। সেমিনার শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়