শিরোনাম

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে প্রথম ‘শপআপ’ স্টার্টআপ ব্যবসা করে প্রায় ২০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে

দেবদুলাল মুন্না:[২] মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এ তথ্য জানায়। রিপোর্টে বলা হয়, দেশের প্রযুক্তি ইতিহাসে সিরিজ এ রাউন্ডের (বড় ধরনের ফান্ড) এমন ফান্ড কোনো প্রতিষ্ঠান আগে পায়নি।

[৩] দেশের অধিকাংশ দোকানে প্রায় ৯৫ শতাংশ খুচরা কেনাকাটা হয় ছোট দোকান থেকে। অধিকাংশেরই ডিজিটাল ব্যবস্থা নেই। শপআপ এই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছে। তারা বিজনেস-টু-বিজনেস (বি২বি) প্ল্যাটফর্ম তৈরি করেছে। এক্ষেত্রে এটি একটা নতুন রেকর্ড।

[৪] শপআপের প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং সিইও আফিফ জামান টেকক্রাঞ্চকে বলেন, দোকানগুলোকে তারা তিনটি প্রধান সেবা দিয়ে থাকেন: নিরাপদ পাইকারি বাজারের তালিকা, কারিগরি সহায়তা (পণ্য পৌঁছে দেয়াসহ) এবং মূলধন। প্রায় ১০ লঅখের মতো দোকান এ ব্যবসা সঙ্গে যুক্ত হয়েছে। যাত্রা শুরু হয়েছিল ফেইসবুক পেজের ব্যবসা দিয়ে। এরপর ডেলিভারি সেবা। সেখান থেকে মোবাইলের মাধ্যমে ই-লোন। এক সময় ছোট ছোট দোকানকে ডিজিটাল যুগের ছোঁয়া দেয়ার পরিকল্পনা।

[৫] টেকক্রাঞ্চ জানিয়েছে, এই ফান্ড সংগ্রহ করতে বাংলাদেশি স্টার্টআপটিকে সাহায্য করেছে সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া এবং ফ্লোরিশ ভেঞ্চারস নামের দুটি প্রতিষ্ঠান। উভয় কোম্পানিই এই প্রথম বাংলাদেশি স্টার্টআপের সঙ্গে যুক্ত হল।

[৬] শপআপের আগে আফিফ জামান ও আতাউর রহিম চৌধুরী চালু করেছিলেন স্ম্যাশবোর্ড। কলাবাগানের লেকসার্কাসে ছোট একটি কার্যালয়ে শপআপের কার্যক্রম শুরু করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়