শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনের দুই সপ্তাহ আগেই সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ভুমিধ্বস বিজয়ের সম্ভাবনার কথা বলছে বিভিন্ন তথ্য

আসিফুজ্জামান পৃথিল: [২] ২০২০ সালের ডেমোক্রেট প্রাইমারি জো বাইডেনকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে। তিনি শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেয়েছেন তাই নয়, তিনি অর্জন করেছেন শেতাঙ্গ ভোটারদের আস্থা। এর বাইরে তিনি ভোট পেয়েছেন সেসব ভোটারেও, যারা কলেজ পাশ করেননি। ২০১৬ সালের নির্বাচনের এই ধরণের ভোটাররাই ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন। সিএনএন

[৩] ট্রাম্পের বিজয়ে মখ্য ভুমিকা রেখেছেছিলো উইসকনসিন, পেনসেলভেনিয়া ও মিশিগান। জরিপ বলছে এই ৩ রাজ্যে এগিয়ে আছেন বাইডেন। ওহিও আর আইওয়ার মতো রিপাবলিকান রাজ্যেও তিনি বর্তমান প্রেসিডেন্টের কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন। এই ২ রাজ্যে আগেরবার অতি সহজ জয় হয়েছিলো ট্রাম্পের। কলেজে পড়া ৫৫ শতাংশের বেশি শেতাঙ্গ ভোটারেরও সমর্থন আছে বাইডেনের। এর বাইরে ৫ ভাগের ৪ ভাগ আফ্রিকান আমেরিকান তাকেই সমথন করেন। পোলস্টার

[৪] ২০১৬ সালে ক্লিটনের বিজয় করা ২০ রাজ্য যদি বাইডেন থরে রাখতে সক্ষম হনএবং পেনসেলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগান পুণরুদ্ধার করেন, সান বেল্প অথবা ওহিও বা আইওয়াতে জিততে না পারলেও তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ফক্স

[৫] ২০১৬ সালে ডেমোক্রেটদের স্তব্ধ করে মিশিগান, উইসকনসিন ও পেনসেলভেনিয়াতে বিজয় পান ট্রাম্প। বিশেষত কলেজে না যাওয়া শেতাঙ্গদের সমর্থন পুরোপুরিই পেয়েছেন তিনি। যা এই ৩ রাজ্যের মূল ভোটার গোষ্ঠী। রাস্টবেল্ট নামে পরিচিত এই ৩ রাজ্যে আবারও ডেমোক্রেটরা জনপ্রিয়তা ফিরে পেয়েছে বলে সব জরিপই বলছে। সিএনএন

[৬] বিশেষজ্ঞদের মতে হিলারি ক্লিনটন নারী হওয়ায় এই রাস্টবেল্টের ভোট পাননি। এই সমস্যা বাইডেনের নেই। তাই তুলনামূলক কম শিক্ষিত ভোটারদের ভোট পেতেও সমস্যা হবে না তার। আর শিক্ষিত ভোটাররা তাকে এমনিতেই সমর্থন দিচ্ছেন। পোলস্টান

  • সর্বশেষ
  • জনপ্রিয়