শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেস্টার ইউনাইটেডকে জবাব দিতে প্রস্তুত পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] পিএসজির এখনো মনে আছে সেই হারের কথা। তাদেও দেড় বছর আগের ক্ষত এখনও শুকায়নি। তাই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সতর্ক লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। দলটির কোচ টমাস টুখেলও ছক কষছেন ইউনাইটেডের প্রতি-আক্রমণের পাল্টা জবাব দেওয়ার।

[৩] ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে প্রথম লেগে জিতেছিল পিএসজি। কিন্তু নিজেদের মাঠে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হেরে শেষ ষোলোর মঞ্চ থেকে বিদায় ঘণ্টা বেজেছিল তাদের।

[৪] ইউরোপ সেরার প্রতিযোগিতায় গত মৌসুমটা ভালো কেটেছে পিএসজির। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ছোট হয়ে আসা টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল তারা। অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে হয়েছিল স্বপ্নভঙ্গ।

[৫] নতুন মৌসুমে সবকিছু নতুন করে শুরু করতে চাইছেন টুখেল। সেই চাওয়া পূরণের মিশন মঙ্গলবার ‘এইচ’ গ্রুপে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির আক্রমণভাগে থাকতে পারেন পিএসজিরই সাবেক তারকা ফরোয়ার্ড এদিনসন কাভানি। তবে টুখেল জানালেন, পিএসজিও এখন ভিন্ন একটি দল।

[৬] গত মৌসুম শেষ এবং আমরা এখন ভিন্ন একটা দল। শক্ত-পোক্ত একটা দলের মধ্যে ভালো আবহ তৈরি করাই আমার চ্যালেঞ্জ। এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ইউনাইটেড গোল দিয়েছে ৯টি। হজম করেছে ১২টি। পরিসংখ্যান দেখে মনে হচ্ছে কিলিয়ান এমবাপে, নেইমার, আনহেল দি মারিয়ায় সাজানো ধারালো আক্রমণভাগের সামর্থ্য আছে ইউনাইটেডকে গুঁড়িয়ে দেওয়ার। তবে ইংলিশ প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকার কথা সংবাদ সম্মেলনে জানালেন পিএসজির জার্মান কোচ টুখেল। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়