শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশোধের অস্ত্র সানাই মাহবুবের ছবি!

ডেস্ক রিপোর্ট: নিজের চাহিদা অনুযায়ী টাকা ছাড়া ইয়ামাহা মোটরসাইকেল না পেয়ে এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত দাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দৌলতখান (২৫)।

ডিবি জানায়, ডিকে৯৪ নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন দৌলতখান। গ্রুপটিতে ১৫ হাজারের মতো সদস্য রয়েছে। তিনি ইয়ামাহা মোটরসাইকেলের আমদানিকারক প্রতিষ্ঠান এসিআই মটরসের কাছে কম দামে অথবা বিনামূল্যে একটি মোটরসাইকেল চান। বিনিময়ে ওই ফেসবুক গ্রুপে ইয়ামাহার ব্র্যান্ডিং করে দেওয়ার প্রস্তাব দেন।

কিন্তু এতে রাজি না হওয়ায় দৌলতখান তার গ্রুপে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত দাসের বিরুদ্ধে গুজব ছড়ানো শুরু করেন। অশ্লীল ছবি ও ভিডিও এডিট করে প্রচারণা চালান তিনি। এডিটের ক্ষেত্রে তিনি বিতর্কিত মডেল সানাই মাহবুবের ছবি ও ভিডিও ব্যবহার করেন। সানাই মাহবুবের সঙ্গে এসিআই’র বিভিন্ন পণ্য ও ব্যক্তির ছবি জুড়ে দিতেন দৌলতখান।

এ ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে এসিআই মটরস কর্তৃপক্ষ। এরপর গত রোববার চট্টগ্রামের বয়েজিদ বোস্তামী এলাকা থেকে দৌলতখানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবির স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আশরাফউল্লাহ দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তাকে গ্রেপ্তারের পর রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে পেলে তার প্রতারণার আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়