শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জানুয়ারিতে ডিপিএল আয়োজন নিয়ে এগোচ্ছে বিসিবি : সুজন

রাহুল রাজ : [২] স্থগিত ডিপিএল নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জানালেন ডিপিএল আয়োজনের রূপরেখা নিয়ে এগোচ্ছে বিসিবি। তবে এ বছর আর মাঠে গড়াচ্ছে না ডিপিএল।

[৩] ডিপিএল নিয়ে সুজন বলেন, ‘জিনিসটা আসলে জটিল, খুব কঠিন। এখানে মাত্র ৩টা দল জৈব্য সুরক্ষায় থেকে খেলছে, পরবর্তীতে আমরা ৫-৬টা দল নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। তারপর প্রিমিয়ার লিগ, ওখানে ১২টি দল থাকবে। যদি প্রতিটি দলে ১৫জন করে খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টসহ ধরি অন্তত ২০জন। যেখানে প্রায় ২৭০ জনের মত লোককে একসাথে আবাসনের ব্যবস্থা করার একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে।

[৪] ডিপিএল আয়োজন নিয়ে সুজন বলেন, এটুকু শুধু আমি বলতে পারি, টুর্নামন্ট আয়োজনের ব্যাপারে বিসিবি পজিটিভ। প্রেসিডেন্ট স্যারও (নাজমুল হাসান পাপন) পজিটিভ। আমরা যদি প্রিমিয়ার লিগটা শুরু করতে পারি, তবে সবকিছু সমন্বয় করে কবে নাগাদ আমরা করতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে চেষ্টা করছি, সিসিডিএমের মিটিংটা আগে জরুরী।

[৫] ডিবিএল জানুয়ারিতে শুরু করতে পারে বিসিবি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে।

[৬] সে পর্যন্ত আগে যাই আমরা তার পরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারি ছাড়া ডিপিএল আয়োজন সম্ভব বলে মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়