শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গলে মিললো ইউপি সদস্যের ছেলের মরদেহ

জিএম মিজান : [২] সোমবার বেলা ১২টায় পুলিশ লাশ উদ্ধার করে। নিহত সুজন হোসেন উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সান্দিড়া গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে।

[৩] স্বানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , রোববার দিবগত রাতে উপজেলার সান্দিড়া পশ্চিম পাড়ায় মুনিখাপুকুর জঙ্গলে পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সুজন। সুজনের চাচাতো ভাই হাসান রাতে মুনিখাপুকুর পাড়ে গিয়ে সুজনের লাশ দেখতে পেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের চাচাতো ভাই হাসান এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে।

[৪] পারিবারিক কলহের জেরে রবিবার সন্ধ্যায় সুজন কুলিপাড়া বাজার এলাকায় অভিমান করে বলেন, আমাকে যদি তোমরা কোথাও খুঁজে না পাও তাহলে মুনিখাপুকুর পাড়ের জঙ্গলে দেখতে পাবে। এরপর রাত গভীর হলে সুজন বাড়িতে না ফেরায় আমাদের সন্দেহ হয়। পরে মুনিখাপুকুর পাড়ের জঙ্গলে গিয়ে তার লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

[৫] আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হেসেন এ প্রতিবেদক-কে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য জানা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়