শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোটরসাইকেল চুরির ১০ ঘণ্টার মধ্যেই চোর ধরল পুলিশ

মঈন উদ্দীন:[২] মোটরসাইকেল চুরি হওয়ার ১০ ঘণ্টার মধ্যেই দুই চোরকে ধরেছে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনের তৎপরতায় এটি সম্ভব হয়েছে।

[৩] গ্রেপ্তার দুইজন হলো- নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হোসেনপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৪) এবং একই এলাকার মিজানুর রহমানের ছেলে রাজু আহম্মেদ (১৭)। তাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

[৪] রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, সাজ্জাদ হোসেন নামে নগরীর বুধপাড়া এলাকার এক ব্যক্তি শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভদ্রা এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল রেখে হোটেলে খেতে ঢোকেন। কিছুক্ষণ পর বেরিয়ে দেখেন তার মোটরসাইকেল নেই। তখন হোটেলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা যায়, একজন নজরদারি করছেন এবং অন্যজন মোটরসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা করেন সাজ্জাদ হোসেন।

[৫] এরপর চোরদের ধরে মোটরসাইকেল উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। রোববার ভোর ৬টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছচয়ঘাটি এলাকা থেকে মোটরসাইকেলসহ মুরাদ ও রাজুকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়