শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র বিধিনিষেধে ক্লান্ত, লকডাউন সত্যি সত্যি খারাপ বললেন ফাউচি

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রে দিনে গড়ে ৫৫ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে কোভিডে। মধ্য সেপ্টেম্বরের পর ফের এ সংকট গভীর হচ্ছে। জুলাই থেকে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ পরিমান মার্কিনী ভাইরাসে আক্রান্ত হন। জন্স হপকিন্সের হিসেবে শনিবার পর্যন্ত ৮.১ মিলিয়ন মানুষ কোভিডে আক্রান্ত হওয়ার পর মারা গেছে ২ লাখ ১৯ হাজার ৬৬৬ জন মানুষ। সিএনএন/সিবিএস

[৩] এ অবস্থায় লকডাউন প্রত্যাহার করা সম্ভব হচ্ছে না বরং নতুন করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংক্রমণ বিশেষজ্ঞ এ্যান্থনি ফাউসি বলেছেন অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে কোভিড মোকাবেলায় বিধিনিষেধগুলো প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করতে চাই।

[৪] লকডাউন প্রত্যাহার করে নেয়া এখনো নিরাপদ নয় এমন্তব্য করে ফাউচি বলেন বিধিনিষেধের বিরোধিতা করার পরিবর্তে অর্থনীতিতে নিরাপদে যেতেই জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রে এমন কোনো স্থান নেই যে কোভিড থেকে উত্তরণে সঠিক পথ এখনো পাওয়া গেছে। আদতেই সময়টা বেশ চ্যালেঞ্জিং।

[৫] যুক্তরাষ্ট্রের মিসৌরি ও ভারমন্টে কোভিড পরিস্থিতির ১০ শতাংশ উন্নতি হলেও ২৭টি রাজ্যে ১০ থেকে ৫০ শতাংশ নতুন করে সংক্রমণ বেড়েছে। আরেক মার্কিন সংক্রমণ বিশেষজ্ঞ ড. আব্দুল এল-সায়েদ বলেন বেদনাদায়ক এ সময়ে আরো সতর্ক হতে হবে। কারণ পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

[৬] ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ড. ফ্রান্সিস কলিন্স বলেছেন দিনে কোভিডে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আগামী মধ্য জানুয়ারি নাগাদ দিনে ২৩’শ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়