শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সা কোচ বললেন, সুয়ারেসকে ফোনে বলা ছাড়া উপায় ছিল না

স্পোর্টস ডেস্ক : [২] ভবিষ্যৎ পরিকল্পনায় তোমাকে আর দরকার নেই-দীর্ঘ ছয় বছর দলকে মুঠোভরে দেওয়ার পর তাদের থেকে ফোনে এভাবে শুনতে হওয়ায় ভীষণ আহত হয়েছিলেন লুইস সুয়ারেস। উরুগুয়ের এই স্ট্রাইকারকে বার্সেলোনার ছেড়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। এতদিনে বিষয়টি খোলসা করলেন দলটির কোচ রোনাল্ড কুমান। বললেন, সেই সময় সুয়ারেস ছুটিতে থাকায় ফোনের মাধ্যমে ছাড়া তাকে ক্লাবের পরিকল্পনা জানানোর অন্য উপায় ছিল না।

[৩] গত এক যুগে প্রথম ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর পরিবর্তনের ঘোষণা দেয় বার্সেলোনা। নতুন কোচ হয়ে আসা কুমান জানিয়ে দেন, তার ও ক্লাবের পরিকল্পনায় নেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সুয়ারেস। বিষয়টি উরুগুয়ে তারকাকে ফোনে জানিয়েছিলেন কুমান। বিষয়টি তাকে কতটা আঘাত করেছিল, কদিন আগে জানান আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া সুয়ারেস।

[৪] তারা দলে পরিবর্তন আনতে চেয়েছিল, বিষয়টা আমাকে অন্যভাবেও বলা যেত। যেভাবে এটা করা হয়েছে, তাতে মনে হয়েছে তারা আমাকে ছুড়ে ফেলছে, সেটাই আমাকে বেশি কষ্ট দিয়েছে। ওই দিনগুলো খুব কঠিন ছিল।

[৫] সম্প্রতি একটি ডাচ দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন কুমান। সে তখনও ছুটিতে ছিল, যা পরিস্থিতিকে কঠিন করে তুলেছিল। তাই আমি ফোন করেছিলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না। ওই সময়ের পরিস্থিতি তাকে খুলে বলাটাই সবচেয়ে ভালো ছিল।

[৬] সুয়ারেসের তখনও চুক্তির মেয়াদ ছিল এবং ভবিষ্যৎ নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারত। তবে আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম। ওই পরিস্থিতিতে এটাই ছিল একমাত্র বিকল্প। সিদ্ধান্তটা নিজের একার ছিল না বলে আবারও জানালেন ক্লাবটির সাবেক তারকা খেলোয়াড় কুমান। - মার্কা/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়