শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন ভর্তি পরীক্ষা বৈষম্যমূলক পদ্ধতি, অভিমত শিক্ষাবিদদের

ভূঁইয়া আশিক: [২] শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, অনলাইনে ভর্তি পরীক্ষায় যুক্ত হওয়ার মতো প্রযুক্তি অনেকেরই নেই। ফলে বৈষম্যমূলক কোনো পদ্ধতি কখনো গ্রহণযোগ্য নয়। সবাই কৃতকার্য হবে না, কিন্তু সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দিতে হবে। যাদের স্মার্টফোন, ল্যাপটপ কিংবা প্রযুক্তি সুবিধা নেই, তাদের প্রণোদনা দিতে হবে।

[৩] ঢাবির সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মতে, বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য একটা মূল্যায়ন পরীক্ষা দরকার আছে। তবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের সতর্কতা অবলম্ব প্রয়োজন।

[৪] তিনি বলেন, আমাদের অনেক ছেলেমেয়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। তারা যেন তাদের জায়গা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করেই পরীক্ষা অনুষ্ঠানে যেতে হবে।

[৫] ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. কামরুল হাসান মামুনের প্রশ্ন, পৃথিবীর কোন ভালো বিশ^বিদ্যালয়ে ‘ভর্তি পরীক্ষা’ নিয়ে ভর্তি করে? কোথাও না।

[৬] তিনি বলেন, শিক্ষক নিয়োগ ও ছাত্র ভর্তি এইটা প্রতিটা বিভাগের নিজস্ব ব্যাপার। ভর্তির ব্যাপারে শিক্ষকদের একটা বড় কমিটি থাকতে পারে। সেই কমিটিই ঠিক করবে তার বিভাগে কাদের ছাত্র হিসাবে ভর্তি করবে।

[৭] তার মতে, স্কুল ও কলেজের তিনজন শিক্ষকের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়া যেতে পারে। এসএসসি ও এইচএসসি রেজাল্ট চাইতেও পারে বিশ্ববিদ্যালয়গুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়