শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ছেলে নিহত

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় এ ঘটনাটি ঘটে । নিহতরা হ‌লেন- আনিসুর রহমান বাবুলকে (৫৫) ও তার ছে‌লে সাদমান রাহিম (২২)।

[৩] ‌রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ‌তে গুরুতর অবস্থায় আনিসুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢা‌মেক) হাসপাতালে নেয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। আর তার ছেলে সাদমান ঘটনাস্থলেই নিহত হন।

[৪] ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আনিসুর রহমানের মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাসপাতা‌লে নিহত আনিসুরের শ্যালক মাহমুদ জানান, আনিসুর দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মাতুয়াইল মধ্যপাড়ার ৩৯ নম্বর বাসায় থাকেন। এটি তাদের স্থায়ী ঠিকানা। গ্রীন রোডে টাইলসের ব্যবসা রয়েছে তার। তার বড় ছেলে সাদমান রাহিম বোরহানউদ্দিন কলেজের অনার্সের ২য় বর্ষের ছাত্র।

[৫] তিনি জানান, সন্ধ্যার দিকে খবর পায় তারা বাবা-ছেলে যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের কোনাপাড়ার ফেমাস হাসপাতালে নেয়া হয়। সেখানে থে‌কে তাদের মুমুর্ষ অবস্থায় দেখতে পাই। সেখানকার চিকিৎসকরা রাহিমকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ বাসায় নেয়া হয়েছে। আর আনিসুরকে ঢামেক হাসপাতা‌লে আতে বলে। চি‌কিৎস‌কের কথামতো আ‌নিসুর‌কে ঢা‌মেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

[৬] হাসপাতালে আ‌নিসু‌রের প্রতিবেশি সাদমান সাকিব ও জাকারিয়া আহমেদ নামের দুই যুবক জানান, বড় ছেলে সাদমান রাহিম ও ছোট ছেলে সাদমান ফাহিমকে নি‌য়ে আনিসুর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় টিভিএস মোটরসাইকেল সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে একটি মোটরসাইকেলে ছে‌লে রাহিমের স‌ঙ্গে ফিরছিলেন ও আরেকটি মোটরসাইকেলে ফাহিম ছিল। কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় রাহিম অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এতে তারা বাবা-ছেলে দুইজনে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাদের পাশের ফেমাস হাসপাতালে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়