শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ চত্বরে বৃক্ষ রোপণ করলেন গণফোরামের মোকাব্বির খান

মনিরুল ইসলাম: [২] স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে রোববার (১৮ অক্টোবর) বৃক্ষেররোপণ করেন সংসদ সদস্য মোকাব্বির খান এবং মোঃ মোসলেম উদ্দিন।

[৩] বৃক্ষরোপণ শেষে মোকাব্বির খান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ফলের সরবরাহের পাশাপাশি বৃক্ষ পরিবেশকে বাঁচিয়ে রাখবে। বৃক্ষরোপণ কর্মসূচি একটি সঠিক পদক্ষেপ যা পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখবে। বঙ্গবন্ধু যেমন জাতির জন্য চিন্তা করতেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতেন।

[৪] তিনি বলেন, তিনি যেমন আমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন, সেই উপহারকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে তাঁর আত্মা শান্তি পায়, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু যাদের রেখে গেছেন তারা শুধু স্বাধীনতা উপভোগ করছে না, স্বাধীনতাকে কীভাবে আরো কার্যকর করা যায়, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্বাস্থ্যসম্মতভাবে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার উদ্যোগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হতে পেরে সংসদ সদস্য মোকাব্বির খান তাঁর গর্বের অনুভূতি ব্যক্ত করেন।

[৫] বৃক্ষরোপণ শেষে মোঃ মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশ দুর্বারগতিতে এগিয়ে চলছে। মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংসদ চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করে তিনি তাঁর গর্বের অনুভূতি ব্যক্ত করেন।

[৬] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়