শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছরে প্রকাশিতব্য অমর্ত্য সেনের আত্মজীবনীতে থাকছে মানিকগঞ্জ, নদীভ্রমণ, শৈশবসহ হিন্দু-মুসলিম সম্পর্ক

দেবদুলাল মুন্না: [২] অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ তার ফেসবুক পেজে এ বিষয়ে অল্প তথ্য দিয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখলেন, আগামী বছর অমর্ত্য সেনের ৪০০ পৃষ্ঠার আত্মজীবনী প্রকাশিত হতে যাচ্ছে। ঢাকার বাল্যকাল দিয়েই তাঁর স্মৃতিচারণা শুরু। সে সময় নৌপথে ঢাকা থেকে মানিকগঞ্জের পৈতৃক বাড়িতে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশের নদী নিয়ে একটি অধ্যায়ও আছে।

[৩] রোববার জি নিউজ জানায়, বইটা বের করছে যুক্তরাজ্যের নামী প্রকাশনা সংস্থা পেঙ্গুইন। ৪১৬ পৃষ্ঠার বইটির নাম ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’। আসবে ২০২১ সালের ১ জুলাই।

[৪] পেঙ্গুইনের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, বইটি সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা দেয়া হয়েছে। যেমন অমর্ত্য সেনের বাড়ি কোথায় ? এ প্রশ্ন করেই বলা হয়েছে, অমর্ত্য সেনের বাড়ি তো একটি নয়, একাধিক। ঢাকা শহরে তাঁর বেড়ে ওঠা, শান্তিনিকেতনে বাবামায়ের সঙ্গে পিতামহ-পিতামহীর ছায়ায় বড় হয়ে ওঠা, অর্থনীতির প্রথম পাঠ কলকাতা শহরে, যে শহরে তিনি ছাত্ররাজনীতিও করেছেন, এরপর ১৯ বছর বয়সে ট্রিনিটি কলেজে যাওয়া এই সব স্থানই তাঁর বাড়ি হয়ে উঠেছে।

[৫] অমর্ত্য সেনের আদি নিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম রেখেছিলেন অমর্ত্য, যার অর্থ অমর বা অবিনশ্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়