শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

 

রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজের সাথে জড়িত প্রতারক চক্রের মূল হোতা ফারুক বিন জামান প্রকাশ বাবর কে গ্রেফতার করা হয়েছে।

[৩] শনিবার ১৭ অক্টোবর চট্টগ্রাম মহানগর গোয়েন্দা সূত্রে জানা যায়, ডিবি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ এর দিক নির্দেশনায় অতি: উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এসআই মোহাম্মদ রাজীব হোসেন এবং এসআই মো:জুয়েল চৌধুরী সংগীয় ফোর্সসহ ঢাকা, গাজীপুর আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণায় জড়িত থাকার দায়ে গ্রেফতার সহ উদ্ধার করা হয়েছে আমদানিকৃত প্রায় দেড় কোটি টাকার গার্মেন্টস পণ্য। ডিবি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, গত আগস্ট মাসে বন্দর থানায় ঢাকার আশুলিয়ার ARK এন্টারপ্রাইজের এমডি নাসির উদ্দিন সিকদার এর দায়ের করা একটি মামলার তদন্তকালে আমদানিকৃত গার্মেন্টস পণ্য সামগ্রী খালাস করে প্রতারণাপূর্বক চুরি ও বিক্রি করে দেয়ার অপরাধে তাকে শুক্রবার গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। কখনো বাবর, কখনো জামান, কখনো শওকত আকবর, আবার কখনো বা ফারুক নামে বিভিন্ন ব্যাংকের এলসি জালিয়াতি ও প্রতারণা থেকে শুরু করে গার্মেন্টস পণ্য চুরি করে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চর মোহাম্মদপুর গ্রামে। তিনি আরও বলেন, আমদানি- রপ্তানি সংক্রান্ত কার্যক্রম এর সাথে সম্পর্কিত ব্যাংকিং ও বিভিন্ন সরকারি কাগজপত্রের নকল ও জালিয়াতি করে প্রতারণাপূর্বক বিপুল পরিমাণ আর্থিক সুবিধা ভোগ করে অসংখ্য ব্যবসায়ীকে নিঃস্ব করেছে বহুরূপী প্রতারক বাবর ।গার্মেন্টস পণ্য চুরি ও সন্ত্রাসী কার্যক্রমের অপরাধে নগরীর কোতোয়ালী, বন্দর, ডবলমুরিং থানা সহ দেশের বিভিন্ন থানা ও কোর্টে তার বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে। তার প্রতারণার শিকার ভুক্তভোগী গন কে মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের সাথে যোগাযোগ করার জন্য ও অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়