শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাজির হেমন্ত কুয়াশার চাদরে

শাহীন খন্দকার : [২] ষড় ঋতুর বাংলাদেশে চলছে হেমন্তকাল। অপরূপ এই হেমন্তের সকালে রোদ এসে পড়ছে গাছের সবুজ পাতায় পাতায়, শিশিরবিন্দু ঝিকমিকিয়ে উঠছে । বারো মাসের তের পার্বনের এ দেশে চলছে কার্তিক মাস। পঞ্জিকা অনুযায়ী শীত আসতে এখনো আরো কিছুদিন বাকি। অথচ কার্তিক শেষ না হতেই গুটি পায়ে এগিয়ে এসেছে আগাম শীত।

[৩] প্রকৃতিতে চলছে শীতের হিমেল আমেজ। হেমন্তের এ শেষ পর্যায়ে গ্রাম বাংলার মাঠে মাঠে দেখা যাচ্ছে আমন ধানের আধা পাকা সবুজ শীষের দোল। এদিকে প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আবহ। কুয়াশার চাদরে ঢাকা কার্তিকের এ সকাল জানান দিচ্ছে শীতের শিশির ভেজা হিমেল বার্তা।

[৪] হেমন্তের সূচনা লগ্নে সোনালী ফসলের মাঠ লাউয়ের ডগা হিমেল হাওয়ায় হাসি উল্লাসে ঋতুর আগমনে কৃষকের মুখ। কৃষাণীর ছুটাছুটি ভোরের শিশির ভেজা শিউলী ফুলের গন্ধ হেমন্তকে ঘিরে নবান্নের পিঠা-পুলির উৎসবে গ্রাম বাংলায় কিছুটা ভাটা পড়লেও প্রকৃতির স্নিগ্ধতা এরই মধ্যে হৃদয় কেড়েছে প্রকৃতিপ্রেমিদের।

[৫] শিশির ভেজা রাজার মুকুট মাথায় প্রকৃতি। ভোরের কুয়াশার কাছে হার মানে তেজোদীপ্ত সূর্য। ধানের বুড়ো পাতায় লেগে থাকা শিশির কণার মুগ্ধতা দূরন্ত ঘাসফড়িংকেও করে দেয় শান্ত। ওদিকে আট পাওয়ালা জেলে কুয়াশার জলে নিজেরই তৈরি জাল ধুয়ে নিয়ে শুরু করে নতুন দিনের। কোথাও ফসলহীন ক্ষেতের আলপথে পাখা মেলে জংলি ফুল।

[৬] পথে পথে সবুজ বুনোলতায় পতঙ্গের খুনসুটি। তবে নিজের অজান্তেই হয়তো সবার মন কেড়ে নিয়ে বসে আছে ছাতিম। ঘিয়ে রাঙা থোকা থোকা ফুলের গন্ধে মাতাল হওয়ায় হৃদয় নাচে । মাটিতে লুটোপুটি খাওয়া পাপড়ি যেন মাতাল পথিককে কাছে ডাকছে আয়রে আয় ছুটে আয়।

[৭] আর এভাবেই মানুষ ও প্রকৃতিকে ছুঁয়ে দিয়ে হেমন্ত আসে। আসে চুপিসারে শিরশিরে হিমেল হাওয়ায়। শুরুটা তার শরতের উষ্ণ উজ্জ্বলতায়, শেষটা চলে যায় শীতের শরীরে দাপটে।

[৮] শরতের শুভ্রতা শেষে হেমন্ত বাংলার মাটি ও জলকে করে ছলছল সমৃদ্ধ। মানব মনে জাগিয়ে তোলে ভাব ও বাঙালিয়ানা। হেমন্তের নীল আকাশের হৃদয় স্বপ্নের ওড়াওড়ি শুরু না হতেও মৃদুরোদকে আরো নরম করে দিয়ে আগমন ঘটাতে শীতের আগমনী বার্তা দিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়