শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে আলু কোল্ড স্টোরের মালিক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

আবু জাহের: [২] বগুড়ার শেরপুরে আলুর বাজারদর স্থিতিশীল রাখতে উপজেলার কোল্ড স্টোরের মালিক, ম্যানেজার, আড়তদার, পাইকারী ব্যবসায়ীদের সাথে শেরপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, থানার অফিসার-ইন-চার্জ (ভারপ্রাপ্ত) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সেকেন্দার রবিউল ইসলাম, উপাজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলুসহ উপজেলার চারটি কোল্ড স্টোরের মালিক/ম্যানেজার, পাইকারী আড়তদার এবং আলু ব্যবসায়ীগণ।

[৪] উক্ত সভায় কৃষি বিপণন অধিদপ্তর এবং জেলা প্রশাসক বগুড়া কর্তৃক প্রেরিত পত্র দুইটির মূল বিষয়স্তুু পাঠ করে শুনিয়ে এবং লিফলেট আকারে প্রদান করে ইউএনও বলেন, বগুড়া জেলায় ১০,৮৩৬৪০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে যা চাহিদার তুলনায় ৯,৭৭৬৭০ মেট্রিক টন বেশি। তাই আলুর ঘাটতির কোন সম্ভবনা নেই।

[৫] এসময় তিনি সংশি¬ষ্ট সবাইকে সরকার নির্ধারিত প্রতি কেজি কোল্ডস্টোর পর্যায়ে ২৩টাকা, পাইকারী পর্যায়ে ২৫টাকা এবং খুচরা পর্যায়ে ৩০টাকা আলু বিক্রির অনুরোধ করেন ।

[৬] সরকারের এই নির্দেশ অমান্য করলে বা অবৈধভাবে মজুদ করলে বা কারসাজি করলে বা কৃত্রিম সংকট তৈরী করলে বা গুজব রটিয়ে দাম বৃদ্ধি করলে সরকার আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়