শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লিনিক্যাল ট্রায়াল শেষেই বাজারে আসবে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন

শরীফ শাওন: [৩] গ্লোব বায়োটেক লিমিটেড রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, যেসকল করেনা ভ্যাকসিনের নাম শোনা যাচ্ছে, যেমন মর্ডানা, ফাইজার ও জনসন এন্ড জনসন, তারা হিউম্যান ট্রায়লের ফেইজ-৩ তে আছে। আমরা ফেইজ-১ শুরু করতে যাচ্ছি। তবে দ্রুত অনুমোদন পেলে, তাদের উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশে আসার আগেই আমদের ভ্যাকসিন বাজারে আনা সম্ভব হবে।

[৪] তিনি আরো বলেন, বিশ্ব সাস্থ্য সংস্থার তালিকায় এমন অনেক ভ্যাকসিনের নাম আছে যারা অ্যানিমেল ট্রায়ালও শুরু করেনি। সরকারের অনুরোধের ভিত্তিতেই তারা তালিকাভুক্ত করেন। আমাদের ভ্যাকসিন ব্যানকোভিড সেই তালিকায় নেই।

[৬] প্রতিষ্ঠানটির সিইও ড. কাকন নাগ বলেন, ভ্যাকসিন সাধারণ ফার্মেসিতে বিক্রি করা সম্ভব নয়। এটা সরকারের কর্মসূচির মাধ্যমে বিতরণ করতে হয়। ইতোমধ্যে আমরা স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে অবগতির জন্য চিঠি দিয়েছি। প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছি।

[৭] সম্প্রতি ব্যানকোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালসহ বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্লোব বায়োটেকের সঙ্গে সিআরও হিসেবে আইসিডিডিআরএ’র চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আইসিডিডিআরএ ভ্যাকসিনটির অ্যানিমেল ট্রায়াল ও ডেভেলপমেন্ট ডাটা পর্যবেক্ষণ করে হিউম্যান ডাটার প্রটোকল তৈরি এবং অনুমোদনের জন্য বিএমআরসিতে আবেদন করবে। পরে হিউম্যান ট্রায়ালের ভলেন্টিয়ার সংগ্রহ করে ভ্যকসিনেশন প্রক্রিয়ার মধ্যমে ৩টি ফেইজ সম্পন্ন করে বাজারজাতে ঔষধ প্রশাসনের অনুমতি চাইবে। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়