শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ এখন বাজারে নিজস্ব ব্র্যান্ড নিয়ে আসতে পারে: রুবানা হক

মো. আখতারুজ্জামান: [২] অনলাইন ভিত্তিক বিটুবি ট্রেডিং প্ল্যাটফর্ম মার্চেন্ট বে’র আয়োজনে শুরু হয়েছে ডিজিটাল ট্রেড উইক। বৃহস্পতিবার এক ওয়েবিনার সেশনের মাধ্যমে উদ্বোধন হলো সপ্তাহব্যাপী এই ডিজিটাল ট্রেডইভেন্টের।

[৩] মার্চেন্টবের ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন সায়েমের সঞ্চালনায় ওয়েবিনারটিতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড পলিসি অ্যানালিস্ট মিনা হাসান, বিজিএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হক, জাপানএক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশান জেট্রো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউজিঅ্যান্ডো, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ প্রমুখ।

[৪] রুবানা হক বলেন, বাংলাদেশ আরএমজি সেক্টরে গত চার যুগ ধরে আছে। বাংলাদেশ এখন বাজারে তাদের নিজস্ব ব্র্যান্ড নিয়ে আসতে পারে। বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশের অপারসম্ভাবনা রয়েছে। বাংলাদেশ নিজের মতো করে আসতে পারে। ডিজিটাল ট্রেড পুরোটাই আস্থার উপর নির্ভরশীল। পুরো পৃথিবী ডিজিটাল হয়ে গেছে তা বোঝার কোনো অবকাশ নেই। ডিজিটাল ট্রেডের কোনো বিকল্প নেই।

[৫] মাশরুর রিয়াজ বলেন, ডিজিটাল বাণিজ্য কেবলমাত্র কোভিড পরিস্থিতির কারণে নয়, জরুরি অবস্থার আগেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডিজিটাল বাণিজ্য দুটি দেশের মধ্যে দক্ষতা দেখিয়েছে। প্রথাগত বাণিজ্যের জন্য বাংলাদেশে বাণিজ্যের ব্যয় বেশ বেশি। বিশ্বজুড়ে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬। বাংলাদেশের ডিজিটাল বাণিজ্য আনার আরও বেশি কারণ রয়েছে।
ডিজিটাল ব্যবসায়ের জন্য নতুন পলিসি থাকতে হবে। পূর্ববর্তী পলিসিগুলো ডিজিটাল বাণিজ্যের জন্য যথেষ্ট আধুনিক নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়