শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-৫ আসনে উপ-নির্বাচন: ৮৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি বিএনপি প্রার্থীর

শিমুল মাহমুদ: [২] বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ জানান, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জুমার নামাজ শেষে এ কথা বলেন তিনি।

[৩] সালাহউদ্দিন আহমেদ বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে আছি এবং থাকবো। বিএনপির নেতাকর্মীরা এ ব্যাপারে সজাগ আছেন। আমি এলাকার ভোটারসহ সবার কাছে দোয়া চাই।

[৪] ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রবিন বলেন, আমরা কমিশনের সব আদেশ-নির্দেশ মেনে ১৬ দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এর মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিনবার বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে।

[৫] ঢাকা-৫ আসনে রয়েছে ১৪টি ওয়ার্ড। মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) নিয়ে এই আসন। আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৬৫ এবং পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৪৬৪। ঢাকা-৫ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। বুথ সংখ্যা এক হাজার ৯৫টি।

[৬] নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার সকাল ৯টায় থেকে ভোটগ্রহণ শুরু হবে; যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। সম্পাদনা : ইসমাঈল ইমু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়