শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে পারে না রেমডেসিভির, সংক্রমণ কমার আশাও ক্ষীণ, ‘হু’র দাবি

রাশিদুল ইসলাম : [২] পাঁচ দিনের ডোজে সংক্রমণ সারার যে দাবি করেছিল রেমডেসিভিরের নির্মাতা সংস্থা গিলিয়েড সায়েন্সেস, ট্রায়ালে তারও প্রমাণ মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বজুড়েই ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে রেমডেসিভির ওষুধের প্রয়োগে করোনা রোগীদের মৃত্যুর ঝুঁকি কমার সম্ভাবনা ক্ষীণ। টাইমস অব ইন্ডিয়া

[৩] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোভিডে আক্রান্ত হওয়ার পর রেমডেসিভিরের থেরাপিতে রাখা হয়েছিল। পরে স্টেরয়েডের ডোজ শুরু করেন মিলিটারি হাসপাতালের ডাক্তাররা।

[৪] বিশ্বের ৩০টি দেশের ১১ হাজার ২৬৬ জন করোনা রোগীর উপরে রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যান্টি-এইচআইভি ড্রাগ লোপানিভির ও রিটোনাভিরের সলিডারিটি ট্রায়ালের রিপোর্ট ঘেঁটে হু’র দাবি এসব ওষুধ করোনা সারাতে ব্যর্থ। হু-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলছেন, এইচআইভির ড্রাগ লোপানিভির ও রিটোনাভিরের ট্রায়াল জুন মাসেই বন্ধ হয়ে গিয়েছিল।বাকি ওষুধগুলির ট্রায়াল চলছিল পাঁচশোরও বেশি হাসপাতালে। হাজারের বেশি রোগীকে রেমডেসিভিরের থেরাপিতে রাখা হয়েছিল।

[৫] ২৮ দিন ধরে রেমডেসিভির ওষুধের ডোজে কোনও রোগীরই শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এমনকি সঙ্কটাপন্ন রোগীদেরও ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করা যায়নি।

[৬] গিলিয়েডের দাবিতেই করোনা সংক্রমণ প্রতিরোধে রেমডেসিভির প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনে রেমডেসিভিরের কন্ট্রোলড ট্রায়াল শুরু হয়েছিল।

[৭] ক্লিভল্যান্ড ক্লিনিকের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার আদর্শ ভীমরাজ বলেছেন, শুধুমাত্র ভেন্টিলেটর সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট দিতে হবে যে করোনা রোগীদের তাদের থেরাপিতেই ব্যবহার করা যেতে পারে রেমডেসিভির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়