শিরোনাম
◈ ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ◈ বিদ্রোহী প্রার্থী সামাল দিতে পারবে বিএনপি? ◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে পারে না রেমডেসিভির, সংক্রমণ কমার আশাও ক্ষীণ, ‘হু’র দাবি

রাশিদুল ইসলাম : [২] পাঁচ দিনের ডোজে সংক্রমণ সারার যে দাবি করেছিল রেমডেসিভিরের নির্মাতা সংস্থা গিলিয়েড সায়েন্সেস, ট্রায়ালে তারও প্রমাণ মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বজুড়েই ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে রেমডেসিভির ওষুধের প্রয়োগে করোনা রোগীদের মৃত্যুর ঝুঁকি কমার সম্ভাবনা ক্ষীণ। টাইমস অব ইন্ডিয়া

[৩] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোভিডে আক্রান্ত হওয়ার পর রেমডেসিভিরের থেরাপিতে রাখা হয়েছিল। পরে স্টেরয়েডের ডোজ শুরু করেন মিলিটারি হাসপাতালের ডাক্তাররা।

[৪] বিশ্বের ৩০টি দেশের ১১ হাজার ২৬৬ জন করোনা রোগীর উপরে রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যান্টি-এইচআইভি ড্রাগ লোপানিভির ও রিটোনাভিরের সলিডারিটি ট্রায়ালের রিপোর্ট ঘেঁটে হু’র দাবি এসব ওষুধ করোনা সারাতে ব্যর্থ। হু-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলছেন, এইচআইভির ড্রাগ লোপানিভির ও রিটোনাভিরের ট্রায়াল জুন মাসেই বন্ধ হয়ে গিয়েছিল।বাকি ওষুধগুলির ট্রায়াল চলছিল পাঁচশোরও বেশি হাসপাতালে। হাজারের বেশি রোগীকে রেমডেসিভিরের থেরাপিতে রাখা হয়েছিল।

[৫] ২৮ দিন ধরে রেমডেসিভির ওষুধের ডোজে কোনও রোগীরই শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এমনকি সঙ্কটাপন্ন রোগীদেরও ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করা যায়নি।

[৬] গিলিয়েডের দাবিতেই করোনা সংক্রমণ প্রতিরোধে রেমডেসিভির প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনে রেমডেসিভিরের কন্ট্রোলড ট্রায়াল শুরু হয়েছিল।

[৭] ক্লিভল্যান্ড ক্লিনিকের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার আদর্শ ভীমরাজ বলেছেন, শুধুমাত্র ভেন্টিলেটর সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট দিতে হবে যে করোনা রোগীদের তাদের থেরাপিতেই ব্যবহার করা যেতে পারে রেমডেসিভির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়