শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মূহুর্তে এতিম হচ্ছে আজারবাইজানের শিশুরা

সিরাজুল ইসলাম: [২] দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর গ্যানজা। অন্য দিনগুলোর মতো রোববার রাতেও ঘুমিয়ে ছিলেন এর বাসিন্দারা। রাত ২টার দিকে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে তাদের ঘুম ভাঙ্গে। চোখের সামনে দালানগুলো ভেঙ্গে পড়ছিলো। সবাই সাহায্যের আকুতি জানাচ্ছিলেন। মূহুর্তেই অনেক প্রাণ স্পন্দন থেমে যায়। আলজাজিরা

[৩] সেই রাতের অভিজ্ঞতার কথা জানায় ১৬ বছরের কিশোরী সেভিল আলিয়েভার। সে বলে, ২টার দিকে বিস্ফোরণে কেঁপে ওঠে তাদের দালান। তার বাবা-মা ঘুমন্ত ছিলেন। তার বাবা তাকে একবার ডেকেছিলেন। এরপরই তিনি থেমে যান। তার মা কোনও শব্দ করেননি; জেগেও ওঠেননি। সে সময় সে সিনেমা দেখছিলো। সৌভাগ্যক্রমে সে ও তার ৮ বছরের ভাই হুসেন বেঁচে গেছে। কিন্তু তারা এতিম। তাদের দেখভাল কে করবে- এই চিন্তা সব সময় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ডেইলি সাবাহ

[৪] শুধু আলিয়েভার বা হুসেন নয়, তাদের মতো অনেক শিশু এতিম হয়েছে প্রতিবেশী আর্মেনিয়ার গোলার আঘাতে। তাদের থাকার জায়গা ধ্বংস হয়ে গেছে। খাবারের নিশ্চয়তা নেই। তাদের সামনে এখন ঘোর অন্ধকার।

[৫] নাগরনো-কারাবাখ ভূখন্ড নিয়ে ২৭ সেপ্টেম্বর আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়ায়। এ পর্যন্ত আজারবাইজান ৪৩ বেসামরিক নাগরিক নিহত এবং ৫শতাধিক মানুষ আহত হওয়ার কথা স্বীকার করেছে। বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। তবে দেশটি সেনা হতাহতের কথা জানায়নি। অন্যদিকে নাগরনো-কারাবাখ বলছে, শুক্রবার তাদের ২৯ সেনা নিহত হয়েছে। এ নিয়ে ৬৩৩ সেনার মৃত্যু হলো। উভয় দেশের অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রয়টার্স

[৬] আন্তর্জাতিকভাবে নাগরনো-কারাবাখ আজারবাইজানের ভূখন্ড। আর্মেনিয়ার সমর্থন ও সহায়তা নিয়ে এটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়রা। ১৯৯০-১৯৯৪ সাল পর্যন্ত অঞ্চলটি নিয়ে সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়।

[৭] ৯ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় চলমান যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি চুক্তি হলেও তা পর মূহুর্তে ভেঙ্গে গেছে। বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়