শিরোনাম

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ বছর পরে পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক: [২] দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড। ২০০৫ সালে সর্বশেষ পাকিস্তানে খেলতে গিয়েছিল ইংলিশরা। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর হামলার কারণে, আর দেশটিতে সফর করেনি তারা।

[৩] তবে প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টাইমসের’ প্রতিবেদন বলছে ২০২১ সালের জানুয়ারীতেই সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড।

[৪] ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে ইংল্যন্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) প্রস্তাব দেওয়া হয়েছে। ইসিবিও সেটি সানন্দ্যেই গ্রহণ করেছে। মূলত কিছুদিন আগে পাকিস্তান দল ইংল্যান্ড সফর করার কৃতজ্ঞতা থেকেই দেশটিতে সফর করতে রাজি হচ্ছে ইংলিশরা।

[৫] পাকিস্তান সফরের আগে সেখানে কোভিড-১৯ পরিস্থিতি ও নিরাপত্তা পর্যবেক্ষণ করবে ইসিবি। করোনাকে পাশ কাটিয়ে ফের ক্রিকেট শুরু করতে বদ্ধ পরিকর ছিল ইংল্যান্ড।

[৬] না হলে বেশ ক্ষতির মুখে পড়তে হতো ইসিবিকে। পাকিস্তান সেখানে সফর করে বেশ উপকারই করে দিয়ে এসেছে তাদের। যার জন্যই পাকিস্তান সফরে যেতে রাজি হচ্ছে ইংল্যান্ড।

[৭] তবে দেশটির সব ক্রিকেটার আদৌও সেখানে খেলতে রাজি হবেন কিনা সেই নিয়েও রয়েছে প্রশ্ন। অনেকেই আবার রাজি হবেন, সেখানে পিএসএল খেলতে যাওয়ার অভিজ্ঞতা থেকে। - দ্য টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়