শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর ফাঁকিতে ১ লাখ ৬০ হাজার কোম্পানিকে শনাক্ত করেছে এনবিআর

অর্থনীতি ডেস্ক: ভুয়া অডিট রিপোর্ট দাখিলসহ নানা উপায়ে কর ফাঁকি দেয়া এক লাখ ৬০ হাজার কোম্পানিকে শনাক্ত করেছে এনবিআর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হচ্ছে নভেম্বর থেকেই। অনিয়মে জড়িত বেশকিছু কোম্পানি ও পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।

করফাঁকি দেয়া কোম্পানি শনাক্তে ২৮ আগস্ট টাস্কফোর্স গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি। তাদের এ কাজে সহযোগিতা নিতে বলা হয় রেজিস্টার অব জয়েন্ট স্টক- আরজেএসসি ও হিসাববিদদের সংগঠন আইসিএবির।

এরই মধ্যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গোয়েন্দারা জানতে পেরেছেন, এক লাখ ৭৭ হাজার নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে ইটিআইএন আছে মাত্র ৭৮ হাজারের। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে রিটার্ন জমা দিয়েছে মাত্র ২৮ হাজার কোম্পানি। আবার এদের প্রায় ১২ হাজারই জমা দিয়েছে ভুয়া অডিট রিপোর্ট।

এর কারণ অনুসন্ধানে বেশকিছু কোম্পানিকে তদন্তের আওতায় আনছেন গোয়েন্দারা। পরে করা হবে মামলা। এনবিআরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এদিকে ভুয়া অডিট রিপোর্ট শনাক্তে ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম গড়ে তুলছে হিসাববিদদের সংগঠন- আইসিএবি। এটি ব্যবহারে চলতি মাসেই হতে পারে চুক্তি। আইসিএবি নেতারা বলছেন, অনুমোদিত প্রতিটি অডিট রিপোর্টে থাকবে একটি বিশেষ নম্বর। যা দিয়ে অনলাইনে নিশ্চিত হওয়া যাবে রিপোর্টটি জাল কি-না।

এনবিআরে কর্মকর্তারা জানান, এসব পদক্ষেপে চলতি অর্থবছরই রাজস্ব বাড়বে অন্তত পাঁচশ কোটি টাকা। নিবন্ধন ছাড়াবে লাখের বেশি। সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়