শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাসরি টিভি ইভেন্টে উপস্থাপকের সঙ্গে তর্কে জড়ান ট্রাম্প

লিহান লিমা: [২] করোনার টিকার বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দেন নি বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এনবিসি নিউজের সঙ্গে ফ্লোরিডার মিয়ামিতে সরাসরি দর্শকদের যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় ফিলাডেলফিয়ায় এবিসি নিউজের সঙ্গে একই অনুষ্ঠানে ছিলেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

[৩]টাউন হল অনুষ্ঠানে এনবিসির উপস্থাপক সাভানা যুথরির সঙ্গে মাস্ক পরা, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ, অনলাইন ভিত্তিক যড়যন্ত্রতত্ত্ববাদী গ্রুপ কিউআনোন নিয়ে নিয়ে তর্কে জড়ান ট্রাম্প। তিনি বলেন, ‘এই প্রশ্ন পুরো শো’টাকেই নষ্ট করে দিলো।

[৪]সাভানা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কিউআনোন গ্রুপের করোনা নিয়ে যড়যন্ত্রতত্ত্ব নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকে প্রত্যাখ্যান করি। কিন্তু আমি কিউআনোনের নিন্দা জানাবো না। কারণ আমি এটা শুনেছি যে তারা পেডোফিলিয়ার বিরুদ্ধে কাজ করে।’ এই সময় যুথিরি ট্রাম্পকে বলেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো পাগলাটে আংকেল নন যে যা ইচ্ছে করবে তাই টুইট করবেন।’

[৫]সম্প্রতি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ফাঁস হওয়া নিজের ৪০০ মিলিয়ন ডলারের ঋণ নিয়ে ট্রাম্প বলেন। ‘আমি তাদের থেকেই ঋণ নিয়েছি যারা নিজের প্রতিষ্ঠানের জন্য আমাকে এটি দিতে চেয়েছে। এটি খুব বেশি বড় অংকের টাকা নয়।’

[৬]এনবিসির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তরে বিষয়ে রাজি হন ট্রাম্প।

[৭]ফিলাডেলফিয়ায় এবিসি নিউজের মডারেটর জর্জ স্টেপানোপলিউস বাইডেনকে প্রশ্ন করেন। নয় আসনের সুপ্রিমকোর্টের ট্রাম্পের মনোনীত বিচারককে রিপাবলিকানরা নিয়োগ দিলে তিনি হাইকোর্টে বিচারকের আসন বাড়াবেন কি না? বাইডেন বলেন, তিনি বিষয়টি পর্যালোচনা করছেন।

[৮]১৯৯৪ সালের ক্রাইম বিলে আফ্রো-আমেরিকানদের বিশৃঙ্খলার জন্য দায়ী করা খসড়া বিলে তার সাহায্য করা নিয়ে বাইডেন বলেন, ‘এটি ভুল ছিলো।’

[৯]ভবিষ্যতে করোনার টিকাকে বাধ্যতামূলক করবেন কি না এই প্রশ্নে বাইডেন বলেন, ‘এটা রাজ্যগুলোর ওপর নির্ভর করবে।’
[১০] ২২ অক্টোবর ট্রাম্প-বাইডেন তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বরের নির্বাচনের পূর্বে ইতোমধ্যেই ১ কোটি ৮০ লাখ মানুষ নিজেদের পোস্টাল ভোট পাঠিয়ে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়