শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা কার্যক্রম থেকে ঝরে যাবে ১ কোটি ১০ লাখ কন্যাশিশু: ইউনেস্কো

তাপসী রাবেয়া:[২]করোনাভাইরাস মোকাবিলায় আরোপিত বিধি নিষেধ তুলে নেওয়ার পরও এক কোটি দশ লাখ কন্যাশিশু তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম থেকে ঝরে যাবে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) প্রধান অড্রি অজুলেহ। এনডিটিভি, এএফপি

[৩]বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) করোনাকালে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পর ২০২০-২১ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু পরিদর্শনে গিয়ে এই আশঙ্কার কথা জানান তিনি।

[৪] দেশটির রাজধানী কিনশাসার একটি মাধ্যমিক স্কুল পরিদর্শনকালে এই সাবেক ফরাসী সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, অধিকাংশ দেশের ক্ষেত্রেই মহামারি মোকাবিলায় স্কুল বন্ধ রাখা 'কাল' হয়ে দাঁড়িয়েছে ।এবিষয়টি যথেষ্ট উদ্বেগ ও ভাবনার।

[৫]তিনি বলেন, ইউনেস্কোর এক হিসাবে দেখা গেছে - বিশ্বে অন্তত ১ কোটি ১০ লাখ কন্যাশিশু মহামারির পর ফের স্কুলে ফিরতে পারবে না। সেই আশঙ্কা থেকে ইউনেস্কো নারীশিক্ষার ক্ষেত্রে স্কুলের প্রয়োজনীয়তা এবং এ সংক্রান্ত গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইন চালু করেছে।

[৬] অড্রি অজুলেহ আক্ষেপ করে বলেন, নারীর জন্য শিক্ষার সমান সুযোগ এখনো তৈরি করা যায়নি। তবে, শিক্ষাদানের ক্ষেত্রে লৈঙ্গিক সমতা বিধানে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিইয়েছেন ইউনেস্কো প্রধান।

[৭]তবে, বিশ্বব্যাংক এরই মধ্যে কঙ্গোর শিক্ষাখাতের উন্নয়নে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়