শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গাজীপুরে প্রাইভেটকারে বিউটিশিয়ান ধর্ষণের শিকার

জিরানী এলাকায় প্রাইভেটকারে

গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরের জিরানী এলাকায় প্রাইভেটকারে এক বিউটিশিয়ানকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় ওই ধর্ষনের ঘটনা ঘটেছে। ধর্ষক পিন্টু (৩২), স্থানীয় রেন্ট-কারের চালক। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে ভিক্টিম বাদি হয়ে কাশিমপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

[৩] কাশিমপুর থানার এসআই একে মানিক জানান, ভিক্টিম ও ধর্ষক পূর্ব পরিচিত এবং তারা উভয়ে কালিয়াকৈর এলাকার বাসিন্দা। ভিক্টিম স্থানীয় বিউটিপার্লারে এবং পিন্টু একই এলাকায় রেন্ট-এ কার-এ চাকুরি করেন। বুধবার রাতে ভিক্টম কালিয়াকৈরে তার এক ছেলে (৮) ও বান্ধবীকে নিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

[৪] এসময় পিন্টু কার নিয়ে যাওয়ার পথে ভিক্টিমকে তার গাড়িতে তুলে নেয়। পরে চটপটি খাওয়ার প্রলোভন দেখিয়ে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় নিয়ে যায়। সেখান থেকে চটপটি খেয়ে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর থানার জিরানী এলাকায় পৌঁছালে ভিক্টিমের সঙ্গে থাকা তার ৮বছরের ছেলে ও অপর এক কিশোরী (১৮) হালিম খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন এবং হালিমের দোকানে যান।

[৫] পরে দোকানে বসে হালিম খাওয়ার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই পিন্টু কারে বসে থাকা ভিক্টিমকে পাশেই এক নির্জন স্থানে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে কালো গ্লাসের কারের ভেতরেই জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি ফাঁস করলে ভিক্টিমকে খুন জখমের হুমকি দেয় পিন্টু। পরে সকলকে গাড়িতে তুলে নিয়ে কালিয়াকৈর নামিয়ে পিন্টু চলে যান।

[৬] ঘটনাটি কাশিমপুর থানা এলাকায় ঘটলেও বৃহস্পতিবার দুপুরে ভিক্টিম ভুলে আশুলিয়া থানায় মামলা করতে যান। তখন পিন্টু খবর পেয়ে আশুলিয়া থানায় ঘটনাটি মিনিমাইজ করতে যান। এসময় ভিক্টিম পুলিশকে জানালে তাকে আটক করে কাশিমপুর থানায় হস্তান্তর করে।

[৭] কাশিমপুর থানার ওসি মাহবুব-এ খোদা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্টিম বাদি হয়ে কাশিমপুর থানায় পিন্টুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি স্বজনদের সঙ্গে পরামর্শ করে মামলার দায়েরে বিলম্ব হয়েছে বলেন ভিক্টিম। শুক্রবার ভিক্টিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়