শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশে গনতান্ত্রিক সংসদীয় পদ্ধতি চালু হয়েছে: চীফ হুইপ

মনিরুল ইসলাম:[২] একাদশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি চালু হয়েছে। তিনি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কোন মন্ত্রী না হয়ে একজন সংসদ সদস্যকে সভাপতি নির্বাচিত করার পদ্ধতি প্রবর্তন করতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

[৩] বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে ঢাকা মুনিপুরি পাড়াস্থ খেজুর বাগান সংলগ্ন গণপূর্ত বিভাগের কর্মচারী ও জাতীয় সংসদ ভবনের নিরাপত্তারক্ষীদের জন্য দুইটি নয়তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ এ কথা বলেন।

[৪] চীফ হুইপ তাঁর বক্তব্যের শুরুতেই ১৫ই আগস্টে ঘাতকদের হাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্য, ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

[৫] তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর দেশে সংসদীয় পদ্ধতি অকার্যকর হয়ে পরেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আবারো পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে যাওয়া সম্ভব হয়েছিল। জাতীয় সংসদ কার্যক্রম বিশেষ করে আইন প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অন্যান্য প্রধানমন্ত্রী থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

[৬] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের জন্য সংসদ সদস্য ভবন নির্মাণ করে দিয়েছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছেন।

[৭] চীফ হুইপ বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের কাজের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি জাতীয় সংসদের কাজের সাথে সংশ্লিষ্ট সকলের সুযোগ সুবিধা বৃদ্ধি করার উপর গুুত্বারোপ করেন।

[৮] তিনি আরও বলেন, গণপূর্ত বিভাগের কর্মচারী ও সংসদের নিরাপত্তার সাথে জড়িত সদস্যদের জাতীয় সংসদে তাদের কাজের সুবিধার্থে এই দুই ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি ভবন নির্মাণের সাথে সংশ্লিষ্টদের ভবনের গুণগত দিক নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে আহবান জানান।

[৯] জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়ে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী এই করোনাকালীন সময়েও দেশের ১৬ কোটি মানুষের নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে এবং করোনা পরিস্থিতি প্রতিরোধ করে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

[১০] অনুষ্ঠানে জাতীয় সংসদের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এমপি, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়