আসিফুজ্জামান পৃথিল: [২] হিউম্যান রাইটও ওয়াচ-এইচআরডাব্লিউ বলছে, ভারতের ইনফরমাল সেক্টরে কর্মরত নারীদের প্রায়শই নোংরা কথা থেকে শুরু করে যৌনতার প্রস্তাবের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু তারা এর প্রতিবাদ না করে মানিয়ে নিতে শিখে গেছেন। ভারতের ৯৫ শতাংশ নারীই এই ইনফরমাল সেক্টরে কাজ করেন। আল জাজিরা
[৩] এই ব্যাপারে প্রশ্ন করা হলেও ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় কোনও ধরণের মন্তব্য করতে রাজি হয়নি। ২০১৭ সালে যৌন হেনস্থা নিয়ে তারা একটি অনলাইন অভিযোগ বাক্স গঠন করে। প্রথম বছরে যেখানে জমা হয় প্রায় ৬০০ অভিযোগ। রয়টার্স
[৪] দিল্লির ঠিক বাইরে একটি বাড়িতে বুয়ার কাজ করেন শালিনি। তিনি জানান, কয়েক মাস আগে তিনি নিরাপত্তাকর্মীর দ্বারা হেনস্থার শিকার হন। তিনি জানিয়েছেন, তার অবস্থানের নারীরা এসব বিষয়ে কথা বলতে প্রচুর ভয় পান। আল জাজিরা
[৫] শালিনি বলেন, ‘কাউকে বলা যায় না বিধায়, অধিকাংশ নারী এসব নিজের ভেতরেই রেখে দেন। আপনি যদি আপনার কর্মদাতাকে জানান, তাহলে আপনি চাকরিচ্যুত হবেন। সবচেয়ে খারাপ পুলিশ। তারা জঘন্য সব প্রশ্ন করে। তাই আমরা এসব স্বাভাবিক ধরেই আগাচ্ছি।’ আল জাজিরা