শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন পেশার ভুয়া পদবী ব্যবহার করে প্রতারণার দায়ে একজনকে আটক করেছে র‌্যাব-৭

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে ০১ জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৭।

[৩] বুধবার ১৪ অক্টোবর, র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার,র‌্যাব-৭ এরসহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, ওই প্রতারক ব্যক্তি নিজেকে কখনো গোয়েন্দা পুলিশ, কখনো বন্দরের নিরাপত্তা কর্মকর্তা, কখনো সাংবাদিক পরিচয়সহ নানাবিধ মিথ্যা পরিচয় ব্যবহার করে জনসাধারণের নিকট হতে বিভিন্ন সময় প্রতারনামূলকভাবে বিভিন্ন ধরণের ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়, এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম নিজ হেফাজতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী বশির শাহ মাজার গেইট এর পাশে অভিযান পরিচালনা করে আসামি মাসুদ রানাকে(৩৫), পিতা- ওমর ফারক আটক করে।, তিনি নগরীর দক্ষিণ কাট্টলী, চৌধুরী রোড, থানা- পাহাড়তলী এলাকার বাসিন্দা। আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্তমতে নিজ হেফাজতে থাকা নকল পিস্তল- ০১টি, ওয়াকিটকি সেট- ০১টি, বুট-০১ জোড়া, চাকু - ০৮টি, চাইনিজ কুড়াল- ০১টি, পত্রিকার আইডি কার্ড- ০২ টি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কখনো গোয়েন্দা পুলিশ এবং কখনো সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সাধারণ জনগনকে হয়রানি করছে এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়