শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ বক্সে বোমা বিস্ফোরণ ঘটনায় আরও ৬ জেএমবি সদস্য গ্রেফতার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামে ৬ নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর ২ নম্বর গেটে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় এনিয়ে এ হামলার সাথে জড়িত থাকার দায়ে আগের ৪ জনসহ
মোট ১০ জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের জঙ্গি দমনকারী এ ইউনিটটি। আগের চারজনের পাশাপাশি নতুন গ্রেফতার ৬ জনের বাড়িও চট্টগ্রামের লোহাগাড়ায়।

[৩] বুধবার (১৪ অক্টোবর) ভোরে লোহাগাড়ার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বক্সে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে তারা। গত বছরের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেটে পুলিশ বক্সে রিমোট কন্ট্রোল বোমা হামলায় সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ ৫ জন আহত হন।

[৪] এদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। পুলিশ বক্সে হামলার ঘটনায় হামলার সঙ্গে সরাসরি ৭ জনের জড়িত থাকার তথ্য পায় তদন্ত সংস্থা। তবে তাদের গ্রুপে ১৫ জন সদস্য অন্তর্ভুক্ত বলেও জানা গেছে৷ ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়। সিএমপির কাউন্টার টেররিজম বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের বুধবার আদালতে হাজির করা হয়। আটক নব্য জেএমবির সদস্যরা হলেন, মহিদুল আলম (২৪), জহির উদ্দিন (২৮), মাঈন উদ্দিন (২০), আবু সাদেক (১৯), রহমত উল্লাহ ওরফে আকিব (২৪) ও আলআউদ্দিন (২৩)। তাদের সকলেরই বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়