শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাম্পাস নিরাপত্তায় শিক্ষার্থীদের সহযোগিতা চান জবি প্রক্টর

রকি আহমেদ: [২] করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শূন্য ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখতে কর্তৃপক্ষদের বাড়তি নজর দিতে দেখা যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ক্যাম্পাস নিরাপত্তার বিষয়ে সবার টনক নড়ে। এরই পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে নিরাপত্তার জন্য আলাদা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জবি) পড়েছে এর প্রভাব। বিশ্ববিদ্যালয় খোলা না পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখতে ছাত্রছাত্রীদের সহযোগিতায় চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

[৩] তিনি বলেন, করোনার পরিস্থিতি হয়তো বেশিদিন থাকবে না। দেশের বিভিন্ন বন্ধ ক্যাম্পাসে ইতিমধ্যে নানা রকম অপ্রিতিকর ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। তাই সরকারি নির্দেশে এবং নিরাপত্তার জন্য আমরা সন্ধ্যার পর ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

[৪] প্রক্টর আরও বলেন, তবে শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া ক্যাম্পাস নিরাপদ রাখা সম্ভব নয়। শিক্ষার্থীদের বলব আপনারা সারাদিন ক্যাম্পাসে থাকুন, পড়ালেখা করুন, আড্ডা দিন কিন্তু রাতে ক্যাম্পাস নিরাপত্তার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বিশ্ববিদ্যালয় খোলা না পর্যন্ত রাতে ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়