শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে এবছর ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপুজা-২০২০ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃংখলা বিষয়ে উপজেলা পশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

[৪] মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে এবারের শারদীয় দুর্গপূজা উদযাপন করতে হবে। করোনার ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে পূজা করা যাবে। এটি যেন উৎসবে রুপান্তরিত না হয়। সভায় কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা পূজামন্ডপের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] এ বছর কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। অনুষ্ঠান শেসে প্রতিটি পূজামন্ডপের জন্য সরকারি বরাদ্দকৃত ৫০০ কেজি বরে জিআর চালের ডি.ও বিতরণ শুরু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়