শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানির দামে বাজারে আসছে অ্যাপলের নয়া ডিভাইস!

ডেস্ক রিপোর্ট : অ্যাপল ইভেন্টে মুক্তি পেলো অ্যাপল হোম পড মিনি। সাধারণের সাধ্যের মধ্যেই নয়া এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিভাইস নিয়ে এল অ্যাপল। মঙ্গলবারই প্রকাশ্যে এল সেই ডিভাইস।

এটি একটি ভয়েস-কন্ট্রোলড ডিভাইস। সাদা ও ধূসর দুটি রঙে পাওয়া যাবে এই ডিভাইস। ১৬ নভেম্বর থেকে বাজারে আসবে এই ডিভাইস, যার দাম হবে ৯৯ ডলার, বাংলাদেশী মুদ্রায় যা ৮,৪০০ টাকার কাছাকাছি।

এই ডিভাইসে একাধিক ব্যবহারকারীর গলা চেনা সম্ভব। আমাজন বা গুগলে যেসব ফিচার আছে, সেগুলি সবই থাকছে এতে।

স্মার্ট হোম কন্ট্রোল করা যাবে এর মাধ্যমে। স্মার্ট লাইট কিংবা স্মার্ট টিভি চালানো যাবে। এছাড়াও এদিনের ইভেন্টে মুক্তি পাচ্ছে একাধিক আইফোন। মুক্তি পেয়েছে আইফোন ১২।

5G কানেক্টিভিটির সঙ্গে বাজারে এল আইফোন ১২। হাল আমলের আইফোনের থেকে অনেকটাই আলাদা। ৬.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত iPhone 12 এর দাম হবে ৭৯৯ ডলার। তবে এবার এই ফোনের একটি মিনি সংস্করণ নিয়ে এসেছে অ্যাপেল। 5G প্রযুক্তির সবচেয়ে হালফিলের মিলিমিটার ওয়েভ প্রযুক্তির সুযোগ পাবেন আমেরিকায় নিবাসী আইফোন ১২-র মালিকরা।

 

এই ফোনে সেরামিক শিল্ড থাকবে যাতে ফোন পড়ে গেলেও ভেঙে না যায়। কালো, সাদা, লাল ও নীল রঙে পাওয়া যাবে ফোনটি। আছে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এতে আছে ডলবি ভিশন ও এইচডিআর ১০। আইফোন ১২-র প্রো মডেলে ক্যামেরায় আছে তিনটি সেন্সর। চার্জ দেওয়ার জন্য আছে MagSafe ওয়ারলেস চার্জিং। এই ফোনে আছে A14 বায়োনিক প্রসেসর। তিনটি ক্যামেরাতেই আছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
সূত্র- কলকাতা২৪*৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়